শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ১০দিনেও মিলছে না করোনার রিপোর্ট: পরীক্ষাগারে জমে আছে প্রায় ২ হাজার নমুনা!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৬.২০২০

ডেস্ক কুমিল্লা:

কুমিল্লা পিসিআর ল্যাবের পরীক্ষাগারে জমে আছে হাজার হাজার নমুনা। অনেক ক্ষেত্রে নমুনা দেওয়ার ১০ দিনের মধ্যেও মিলছে না রিপোর্ট। কুমিল্লা সিভিল সার্জন কার্যলয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এখন পর্যন্ত সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ১শ টি , ফলাফল এসেছে ১৬ হাজার ১ শ ৪৯ টি। তার মানে আরও ১ হাজার ৯শ ৫২টি নমুনা এখনও জমে আছে। গতকাল শুক্রবার ও বুধবার ও কোন রিপোর্ট প্রকাশ করেনি স্বাস্থবিভাগ।

এদিকে কুমিল্লায় আশ’ঙ্কজনক ভাবে করোনা আ’ক্রান্ত রোগী বেড়ে যাওয়া নমুনা সংগ্রহও বেড়ে যাচ্ছে। যার ফলে কয়েক শিফটে পরীক্ষা করেও নমুনার জট কমানো যাচ্ছে না । আগের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা কমানো হয়েছে। নমুনার পরীক্ষার ফলাফল আসতে আসতে লেগে ৯ থেকে ১২ দিন ।এতে চরম ভো’গান্তিতে পড়েছেন জেলার করো’নার উপ’সর্গ থাকা ভুক্তভোগীরা। ফলাফলের ধীর গতির কারণ সঠিক ভাবে স্বাস্থ্যবিধি মানছে না অনেকে ।

কুমেক সূত্র জানায়, গত ২৯ এপ্রিল থেকে কুমেকে আনুষ্ঠানিকভাবে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়। প্রথমে এক শিফট চালু হলেও পরবর্তীতে দুই শিফটে কাজ করা হয়। কখনও কখনও কাজের চাপ বেড়ে গেলে তিন শিফটেও নমুনা পরীক্ষা করা হয়। প্রতি শিফটে ৯৪টি নমুনা পরীক্ষা করা সম্ভব হয়। আনুষ্ঠানিকভাবে কুমেকে ক’রোনা পরীক্ষা চালুর পর এই পর্যন্ত ৬ হাজার ৯০০টি কিট সরকার থেকে কুমেক কর্তৃপক্ষকে দেওয়া হয়। এর মধ্যে কুমেকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা শুরুতে কাজ শিখতে গিয়েই নষ্ট করে ফেলেন প্রায় ৮০০ কিট।

সূত্র: জা.কু.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি