বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় করোনা শনাক্ত বেড়ে ৩ হাজার ৬৯৯ জন, মারা গেছেন ১০৩ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৭.২০২০

নাছরিন আক্তার হীরাঃ

কুমিল্লা জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৯৯ জনে। আজ বৃহস্পতিবার সর্বোচ্চ ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজকের রিপোর্টে ৩ জনকে মৃত দেখানো হয়েছে। তারা হলেন ব্রাহ্মণপাড়ায় ১ জন, চৌদ্দগ্রামে ১ জন ও সিটি করপোরেশনে ১ জন। ফলে মৃত্যুর সংখ্যা হলো ১০৩ জন।

আজকের রিপোর্টে ৭৯ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা হলেন সিটি করপোরেশনের ৪৯ জন, বুড়িচংয়ে ৬ জন, আর্দশ সদরে ৭ জন , মুরাদনগরে ৩ জন ও মনোহরগঞ্জে ১৪ জন।

আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে- সিটি করপোরেশনে ১৬ জন, আদর্শ সদরে ৮ জন, সদর দক্ষিণে ৪ জন, নাঙ্গলকোটে ৭ জন, লালমাইয়ে ৮ জন, মনোহরগঞ্জে ৮ জন, লাকসামে ৬ জন, দাউদকান্দিতে ১ জন, তিতাসে ৪ জন, হোমনায় ১৫ জন, বরুড়ায় ১১ জন, চান্দিনায় ৪ জন, চৌদ্দগ্রামে ২৬ জন, বুড়িচংয়ে ৩ জন, মেঘনায় ৫ জন, মুরাদনগরে ৮ জন ও ব্রাহ্মণপাড়ায় ৩ জন।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান। সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৯ হাজার ৪৫২ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১৮ হাজার ৬৭৩ জনের। এর মধ্যে ৩ হাজার ৬৯৯ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ১০৩ জন এবং সুস্থ হয়েছে মোট ১ হাজার ৬১৩ জন।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৩১ জন, মুরাদনগর ২৫১ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ৯৮৩ জন, লাকসামে ২১৭ জন, চান্দিনায় ২০৫ জন, তিতাসে ৯৯ জন, দাউদকান্দিতে ১৪৮ জন, বরুড়ায় ১২৬ জন, বুড়িচংয়ে ১৭৬ জন, মনোহরগঞ্জে ১০২ জন, ব্রাহ্মণপাড়ায় ৫৮ জন, নাঙ্গলকোটে ২১২ জন, হোমনায় ১৩০ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১০৮ জন, লালমাইয়ে ৬০ জন, চৌদ্দগ্রামে ২৯৮ জন, আদর্শ সদরে ১৪৫ জন, মেঘনায় ৩৪ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি