বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার চৌদ্দগ্রামে আজ আরও ১৮ জনের করোনা শনাক্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৭.২০২০

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রামঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে আজ করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১৮ জন। এনিয়ে উপজেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৬ জনে। এরমধ্যে হোম কোয়ারেন্টাইন ও হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়েছে ১৮৭ জন। মৃত্যু হয়েছে পঞ্চাশোর্ধ্ব ৬ জনের।

সোমবার (৬ জুলাই) বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত শনিবার (৪ জুলাই) সংগৃহীকৃত নমুনার সোমবার (৬ জুলাই) রিপোর্টে ১৮ জনের করোনা পজেটিভ এসেছে।

নতুন আক্রান্তরা হলেন: কাজী মিজানুর রহমান, চয়ন কুমার পাল, শাহেদুর রহমান, রেহান, জাহিদ, লরাবিল, আবদুল মান্নান, মোমেনা আক্তার, ফারজানা ইসলাম, আবদুল আলিম, শামসুল হক, নিলুফা বেগম, মো. মহি উদ্দীন, রিয়াজ উদ্দীন, লাকি বেগম, লামিয়া, মারিয়া ও কাজী সালমা।

এ পর্যন্ত ১ হাজার ৫৭৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১ হাজার ৪৬৫ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৫৬ জন। তারমধ্যে সুস্থ হয়েছে ১৮৭ জন ও মারা গেছে ৬ জন।

এদিকে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উপজেলার সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। ‘আপনার সুস্থতা আপনার হাতে’ উল্লেখ করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি