বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় করোনা শনাক্ত ৪ হাজার ৫৬৫ জনের, সর্বোচ্চ কুমিল্লা শহরে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৭.২০২০

নাছরিন আক্তার হীরা:

কুমিল্লা জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬৫ জনে। আজ সোমবার ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। সর্বোচ্চ শনোক্তের হার কুমিল্লা শহরে।   আজকের রিপোর্টে কোন মৃত দেখানো হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ১২২ জন রয়ে গেছে।

আজকের রিপোর্টে ১১২ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থরা হলেন সিটি কর্পোরেশনের ৩৪ জন, আর্দশ সদরে ৮ জন, বরুড়ায় ১৬ জন, নাঙ্গলকোটে ৫ জন , লালমাইয়ে ৪২ জন ও মনোহরগঞ্জ উপজেলায় ৭ জন।

আজ আক্রান্ত হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৭ জন, বরুড়ায় ৩ জন, লাকসামে ৫ জন, চৌদ্দগ্রামে ১১ জন, আদর্শ সদরে ২ জন, সদর দক্ষিণে ১১ জন, হোমনায় ১ জন, মেঘনায় ২ জন, বুড়িচংয়ে ৮ জন, লালমাইয়ে ৩ জন, নাঙ্গলকোটে ২৬ জন ও মনোহরগঞ্জ উপজেলায় ২ জন। ।

সোমবার (১২ জুলাই) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান। সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২২ হাজার ৪৩ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২১ হাজার ৭৭৯ জনের। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ১২২ জন এবং সুস্থ হয়েছে মোট ২ হাজার ৫৩৯ জন।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৬৫ জন, মুরাদনগর ২৬৯ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১১৯৮ জন, লাকসামে ৩০৭ জন, চান্দিনায় ২২১ জন, তিতাসে ১২২ জন, দাউদকান্দিতে ১৫৯ জন, বরুড়ায় ১৭৪ জন, বুড়িচংয়ে ২০৫ জন, মনোহরগঞ্জে ১৩৩ জন, ব্রাহ্মণপাড়ায় ৬৮ জন, নাঙ্গলকোটে ২৭৭ জন, হোমনায় ৮০ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৫২ জন, লালমাইয়ে ৮৪ জন, চৌদ্দগ্রামে ৪২৩ জন, আদর্শ সদরে ১৬৭ জন, মেঘনায় ৪৪ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি