শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় দুই দিনে করোনা উপসর্গে ৮ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৭.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে গত দুই দিনে করোনা ভাইরাসের লক্ষণ-উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছে।

রোববার (১২ জুলাই) দুপুর থেকে সোমবার (১৩ জুলাই) সকাল পর্যন্ত  এক নারীসহ আরও তিন জন মারা গেছেন। হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে একজন, করোনা ওয়ার্ডে একজন এবং আইসোলেশনে একজন মারা যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের মধ্যে আইসোলেশনে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আলী আহম্মেদের ছেলে শের খান (৬০), আইসিইউতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোবিন্দপুর এলাকার জাহাঙ্গীরের ছেলে সুজন (৩১) এবং করোনা ওয়ার্ডে মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার মাহেরপুর গ্রামের ফজলুর রহমানের মেয়ে রোকসানা (৭০) মারা যান।

সোমবার (১৩ জুলাই) দুপুর থেকে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে করোনার উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার সদরের মোঃ আলম হোসেন (৫১), আবদুল মান্নান (৮২), সদর দক্ষিনের হাসান ইমাম ((৬৮) লাকসামের নেপাল চন্দ্র দাস (৫৫) ও লালমাইয়ের দুধ মিয়া (৭০) রয়েছেন।

এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট ২০৩ জনের মৃত্যু হলো। এদের মধ্যে করোনা পজিটিভ হয়ে ৬৮ ও উপসর্গ ১৩৫ জন মারা গেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি