শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লায় “করোনা হেল্প ফান্ড ফেলনা’র” উদ্যোগে ১৫০টি পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ


কুমিল্লায় “করোনা হেল্প ফান্ড ফেলনা’র” উদ্যোগে ১৫০টি পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৭.২০২০

স্টাফ রিপোর্টার ঃ

করোনা দুর্যোগকালীন সময়ে ব্যক্তিক্রমী এক উদ্যোগের মাধ্যমে ১৫০টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণে দৃষ্টান্ত স্থাপন করেছে করোনা হেল্প ফান্ড ফেলনা। সংগঠনের প্রতিষ্ঠাতা মাষ্টার আব্দুল মান্নানের সার্বিক নির্দেশনায় পূর্বেই সহযোগীতা পাওয়ার উপযোগী পরিবারগুলোর মাঝে স্বাক্ষরিত এবং নাম্বার সম্বলিত কার্ড বিতরণ করা হয়।

পরদিন শুক্রবার (১৭ই জুলাই) স্ব-স্ব কার্ড নিয়ে চৌদ্দগ্রাম বাজারের সদাই মেগাশপ থেকে নিজেদের উপহার সামগ্রী বুঝে নেন সহযোগীতা প্রার্থীরা। এ যেন বাজার করে বাড়িতে সদাই নিয়ে যাওয়া। এতে ছিলনা সহযোগীতা প্রার্থীদের ছবি তোলার কোন ভয়, ছিলনা মানসম্মানের ভয়ে সহযোগীতা না নেওয়ার কোন আশংকা। নিম্ম মধ্যবিত্ত, নিম্মবিত্ত কার্ডধারী সকলেই মনের আনন্দে সংগ্রহ করেছে তাদের উপহার সামগ্রী।

শুক্রবার সকালে সার্বিক কার্যক্রমে সদাই মেগাশপে উপস্থিত ছিলেন সাপ্তাহিক চৌদ্দগ্রামের নির্বাহী সম্পাদক এমদাদ উল্লাহ, করোনা হেল্পফান্ডের সদস্য ও আলোকিত চৌদ্দগ্রামের বার্তা সম্পাদক বেলাল হোসাইন, হেল্পফান্ডের সদস্য, অডিট কর্মকর্তা সাইফুর রহমান শামিম, নগদহাট ডটকমের প্রতিষ্ঠাতা ইসরাফিল মোল্লা, শিক্ষানবিশ আইনজীবি সাইফউদ্দিন, সদাই মেগাশপের পরিচালক হোসাইন মামুন, সাঙ্গীশ^র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মামুন মোল্লা, প্রবাসী হাফেজ মর্তুজা, সদস্য আতিকুর রহমান, ফরহাদ মোল্লা, মোজাম্মেল হোসেন, ফাহাদ মোল্লা, আতিক মোল্লা প্রমুখ। ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং করোনা হেল্পফান্ড ফেলনার প্রতিষ্ঠাতা মাষ্টার আব্দুল মান্নান সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি আর্থিক সহযোগীতা করা প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা এবং সার্বিক কার্যক্রম বাস্তবায়নে যারা ভুমিকা রেখেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি