বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লার জগন্নাথপুরে  ভেজাল ভলবো ব্যাটারি ও কোমল পানীয় তৈরির কারখানা সিলগালা ও জরিমানা


কুমিল্লার জগন্নাথপুরে  ভেজাল ভলবো ব্যাটারি ও কোমল পানীয় তৈরির কারখানা সিলগালা ও জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৭.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের জগন্নাথপুরের বারপাড়া এলাকায় মেসার্স চৌধুরী মার্কেটিং ইন্ডাস্ট্রিজ নামক একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ভেজাল ভলবো ব্যাটারি পানি তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে কোমল পানীয় তৈরির অভিযোগে এই প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

শনিবার (১৮ জুলাই) রাত ১১ টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ জানান, প্রতিষ্ঠানটিতে দেখা যায় যে, মেসার্স চৌধুরী মার্কেটিং ব্র্যান্ড ব্যবহার করে অন্য একটি ব্যাটারি পানি পণ্য মোড়কজাত করছে। এছাড়া জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোমল পানীয় তৈরির অভিযোগের সরাসরি সত্যতা পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় এই জরিমানা করা হয়। র‌্যাবের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি