বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লায় করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজারের কাছাকাছি: সর্বোচ্চ শনাক্ত কুমিল্লা সিটিতে


কুমিল্লায় করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজারের কাছাকাছি: সর্বোচ্চ শনাক্ত কুমিল্লা সিটিতে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৭.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজারের কাছাকাছি। রোববারে নতুন করে আরও ৯৯ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১৩ জনে।

আজকের রিপোর্টে কুমিল্লার বুড়িচংয়ে একজনকে মৃত দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা হয়েছে ১২৯ জন ।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ২৭ জন, নাঙ্গলকোটে ১০ জন, আর্দশ সদরে ১ জন, বরুড়ায় ৬ জন, বুড়িচংয়ে ৩ জন, দেবিদ্বারে ৭ জন, চৌদ্দগ্রামে ৯ জন, মেঘনায় ২ জন, তিতাসে ২ জন, লাকসামে ৮ জন, মনোহরগঞ্জ – ৭ জন, লালমাইয়ে ১ জন, হোমনায় ২ জন, মুরাদনগরে ১৪ জন।

আজকের ৮০ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। দেবিদ্বারে ১৩ জন, সদর দক্ষিণে ৫ জন, আদর্শ সদরে ৮ জন, চান্দিনায় ৫ জন, সিটি কর্পোরেশনে ২৩ জন, মনোহরগঞ্জ ১১ জন ও বরুড়ায় ১৫ জন।

রবিবার (১৯ জুলাই) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান। সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৩ হাজার ৩৪৯ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ২৩ হাজার ১৩২ জনের। এর মধ্যে ৪ হাজার ৯১৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১২৯ জন এবং সুস্থ হয়েছে ২ হাজার ৮১৩ জন।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৯৫ জন, মুরাদনগর ২৯৩ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১২৯৫ জন, লাকসামে ৩২৫ জন, চান্দিনায় ২৩২ জন, তিতাসে ১৩৪ জন, দাউদকান্দিতে ১৬৫ জন, বরুড়ায় ১৯২ জন, বুড়িচংয়ে ২১৫ জন, মনোহরগঞ্জে ১৪৬ জন, ব্রাহ্মণপাড়ায় ৬৯ জন, নাঙ্গলকোটে ৩১৫ জন, হোমনায় ৯০ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৬৪ জন, লালমাইয়ে ৮৯ জন, চৌদ্দগ্রামে ৪৫৮ জন, আদর্শ সদরে ১৭১ জন, মেঘনায় ৪৮ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি