শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সরকারি নির্দেশনা অমান্য করায় কুমিল্লা নগরীতে ১০টি দোকানকে জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৭.২০২০


স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মহানগরের কান্দিরপাড় এলাকা থেকে পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১০টি দোকানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সরকারি নির্দেশনা অমান্য করে ও প্রয়োজনীয় ঔষধের মূল্য বেশি রাখায় রবিবার (২৬ জুলাই) রাত ৮টা থেকে ১০ পর্যন্ত নগরীর বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু বকর সরকার।

তিনি জানান, সরকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৭টার পরে সরকারি দোকান খোলা রাখায়, মাস্ক ব্যবহার না করায় এবং হ্যান্ড স্যানিটাইজার অধিক মূল্যে বিক্রি করার দায়ে নগরীর দোকান গুলোকে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি