শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা জেলাজুড়ে আজ আরও ৮০ জন করোনায় আক্রান্ত, সর্বোচ্চ আক্রান্ত সিটিতে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৭.২০২০

নাছরিন আক্তার হীরাঃ

কুমিল্লা জেলাজুড়ে যেন কমছেই না মহামারী করোনার সংক্রমণ। আজ মঙ্গলবারে জেলায় আরও ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩৬০ জন।

জেলায় আজ সিটি করপোরেশনের ১ জন, চান্দিনার ১ জন ও সদর দক্ষিণের ১ জনসহ ৩ জনের মৃত্যু হয়েছে। যার ফলে করোনায় মৃতের সংখ্যা ১৪১ জন হলো।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) করোনায় আক্রান্তের মধ্যে সিটি করপোরেশনে ৩০ জন, চৌদ্দগ্রামে ১০ জন, বরুড়ায় ৭ জন, মনোহরগঞ্জে ৪ জন, বুড়িচংয়ে ৭ জন, লাকসামে ৪ জন, সদর দক্ষিণে ২ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন, মেঘনায় ৩ জন, লালমাইয়ে ৩ জন, দাউদকান্দিতে ৩ জন ও দেবিদ্বারে ৬ জন।

আজকে নতুন করে সুস্থ্য হয়েছে ৫৭ জন। সুস্থ্যরা- সদর দক্ষিণে ২ জন, সিটি করপোরেশনে ৫৭ জন, চৌদ্দগ্রামে ৫৭ জন, আদর্শ সদরে ৩ জন, বুড়িচংয়ে ৫ জন, বরুড়ায় ১৬ জন, তিতাসে ৬০ জন, দাউদকান্দিতে ৯৭ জন, ব্রাহ্মণপাড়ায় ৪১ জন ও
দেবিদ্বারে ১ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৩ হাজার ৫৬৩ জন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৪ হাজার ৯০৪ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৪ হাজার ৮১০ জনের। এর মধ্যে ৫ হাজার ৩৬০ জনের করোনা পজিটিভ।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪২৫ জন, মুরাদনগর ২৯৮ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৪৫১ জন, লাকসামে ৩৪৯ জন, চান্দিনায় ২৫২ জন, তিতাসে ১৪৬ জন, দাউদকান্দিতে ১৬৯ জন, বরুড়ায় ২১৭ জন, বুড়িচংয়ে ২৪৩ জন, মনোহরগঞ্জে ১৫৯ জন, ব্রাহ্মণপাড়ায় ৭৩ জন, নাঙ্গলকোটে ৩৬৩ জন, হোমনায় ৯৬ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৬৯ জন, লালমাইয়ে ৯৮ জন, চৌদ্দগ্রামে ৪৮৮ জন, আদর্শ সদরে ১৯২ জন, মেঘনায় ৫৯ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি