শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় এ পর্যন্ত করোনা শনাক্ত ৫৫৯৪ জনের, এর মধ্যে শহরেই শনাক্তের সংখ্যা বেশি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০২০


স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলাজুড়ে যেন কমছেই না মহামারী করোনার সংক্রমণ। আজ সোমবারে জেলায় আরও ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫৯৪ জন।

জেলায় আজ নতু কোনো মৃত্যু নেই। যার ফলে করোনায় মৃতের সংখ্যা ১৪৬ জন হলো।

আজ সোমবার (৩ আগস্ট) করোনায় আক্রান্তের মধ্যে সিটি করপোরেশনে ২ জন, লাকসামে ৩ জন, দেবিদ্বারে ২ জন, নাঙ্গলকোটে ১ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন, বরুড়ায় ৩ জন, হোমনায় ১ জন, মুরাদনগরে ৪ জন ও আদর্শ সদরে ১ জন।

আজকে নতুন ৩৮ জন সুস্থ্য হয়েছে। সুস্থ্যরা হলেন- সিটি করপোরেশনে ২৬ জন, মুরাদনগরে ৪ জন, হোমনায় ৬ জন ও দেবিদ্বারে ২ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৩ হাজার ৯৯৭ জন।

সোমবার (৩ আগস্ট) বিকেলে কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৬ হাজার ২৯৮ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৫ হাজার ৫০৮ জনের। এর মধ্যে ৫ হাজার ৫৯৪ জনের করোনা পজিটিভ।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪৩৬ জন, মুরাদনগর ৩০৬ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৫৩০ জন, লাকসামে ৩৬৩ জন, চান্দিনায় ২৫৩ জন, তিতাসে ১৪৬ জন, দাউদকান্দিতে ১৭০ জন, বরুড়ায় ২২৭ জন, বুড়িচংয়ে ২৫১ জন, মনোহরগঞ্জে ১৬৯ জন, ব্রাহ্মণপাড়ায় ৭৫ জন, নাঙ্গলকোটে ৩৬৭ জন, হোমনায় ১০১ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৬৯ জন, লালমাইয়ে ৯৮ জন, চৌদ্দগ্রামে ৫১৪ জন, আদর্শ সদরে ১৯৩ জন, মেঘনায় ৬২ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি