বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় আজ ৪৮ জনের করোনা শনাক্ত, শহরেই সর্বোচ্চ শনাক্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৮.২০২০

নাছরিন আক্তার হীরাঃ

কুমিল্লা জেলাজুড়ে যেন কমছেই না মহামারী করোনার সংক্রমণ। আজ বৃহস্পতিবারে জেলায় আরও ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৭২৭ জন।

জেলায় আজ নতুন কোনো মৃত্যু নেই। যার ফলে করোনায় মৃতের সংখ্যা ১৪৯ জন হলো।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) করোনায় আক্রান্তের মধ্যে সিটি করপোরেশনে ৩৩ জন, লাকসামে ১ জন, মনোহরগঞ্জে ৫ জন, চৌদ্দগ্রামে ১ জন, বুড়িচংয়ে ২ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন, আদর্শ সদরে ১ জন, দেবিদ্বারে ১ জন, চান্দিনায় ২ জন ও নাঙ্গলকোটে ১ জন।

আজকে নতুন ৬৬ জন সুস্থ্য হয়েছে। সুস্থ্যরা হলেন- সিটি করপোরেশনে ৩০ জন,মনোহরগঞ্জে ৩ জন ও আদর্শ সদরে ৩৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৪ হাজার ২৮১ জন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৭ হাজার ৫৬ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৫ হাজার ৯২৪ জনের। এর মধ্যে ৫ হাজার ৭২৭ জনের করোনা পজিটিভ।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪৩৮ জন, মুরাদনগর ৩০৬ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৬১৮ জন, লাকসামে ৩৭২ জন, চান্দিনায় ২৫৫ জন, তিতাসে ১৪৬ জন, দাউদকান্দিতে ১৭০ জন, বরুড়ায় ২৩৫ জন, বুড়িচংয়ে ২৫৩ জন, মনোহরগঞ্জে ১৭৮ জন, ব্রাহ্মণপাড়ায় ৭৬ জন, নাঙ্গলকোটে ৩৭০ জন, হোমনায় ১০১ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৬৯ জন, লালমাইয়ে ১০২ জন, চৌদ্দগ্রামে ৫১৮ জন, আদর্শ সদরে ১৯৪ জন, মেঘনায় ৬২ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি