বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা জেলাজুড়ে শনিবারে আরও ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৮.২০২০


নাছরিন আক্তার হীরাঃ

কুমিল্লা জেলাজুড়ে যেন কমছেই না মহামারী করোনার সংক্রমণ। আজ শনিবারে জেলায় আরও ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮২৩ জন।

জেলায় আজ নতুন কোনো মৃত্যু নেই। যার ফলে করোনায় মৃতের সংখ্যা ১৫০ জন হলো।

আজ শনিবার (৮ আগস্ট) করোনায় আক্রান্তের মধ্যে সিটি করপোরেশনে ১৮ জন, চৌদ্দগ্রামে ৬ জন, আদর্শ সদরে ১ জন, নাঙ্গলকোটে ৫ জন, বরুড়ায় ১ জন, সদর দক্ষিণে ২ জন, লাকসামে ১ জন, ব্রাহ্মণপাড়ায় ২ জন, দাউদকান্দিতে ৩ জন, দেবিদ্বারে ৯ জন ও তিতাসে ১ জন।

আজকে নতুন করে ৭২ জন সুস্থ্য হয়েছে। সুস্থ্যরা হলেন সিটি করপোরেশনে ১০জন, চান্দিনায় ১ জন, সদর দক্ষিণে ২ জন, দেবিদ্বারে ১৯ জন, বরুড়ায় ১৯ জন, আদর্শ সদরে ৫ জন ও নাঙ্গলকোটে ১৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৪ হাজার ৩৫৮ জন।

শনিবার (৮ আগস্ট) বিকেলে কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৭ হাজার ৩০১ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৬ হাজার ৩৮৭ জনের। এর মধ্যে ৫ হাজার ৮২৩ জনের করোনা পজিটিভ।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪৪৭ জন, মুরাদনগর ৩০৬ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৬৫৮ জন, লাকসামে ৩৭৩ জন, চান্দিনায় ২৫৮ জন, তিতাসে ১৪৭ জন, দাউদকান্দিতে ১৭৩ জন, বরুড়ায় ২৩৯ জন, বুড়িচংয়ে ২৫৭ জন, মনোহরগঞ্জে ১৭৮ জন, ব্রাহ্মণপাড়ায় ৭৮ জন, নাঙ্গলকোটে ৩৮১ জন, হোমনায় ১০১ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৭৪ জন, লালমাইয়ে ১০৩ জন, চৌদ্দগ্রামে ৫২৭ জন, আদর্শ সদরে ১৯৭ জন, মেঘনায় ৬২ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি