মঙ্গলবার,২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লাজুড়ে আজ নতুন ৪৪ জনসহ করোনায় আক্রান্ত ৫৮৬৭ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৮.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলাজুড়ে যেন কমছেই না মহামারী করোনার সংক্রমণ। আজ রবিবারে জেলায় আরও ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮৬৭ জন।

জেলায় আজ নতুন কোনো মৃত্যু নেই। যার ফলে করোনায় মৃতের সংখ্যা ১৫০ জন হলো।

আজ রবিবার (৯ আগস্ট) করোনায় আক্রান্তের মধ্যে সিটি করপোরেশনে ১০ জন, নাঙ্গলকোটে ৭ জন, বরুড়ায় ৪ জন, সদর দক্ষিণে ৪ জন, বুড়িচংয়ে ৭ জন, মুরাদনগরে ৪ জন, চান্দিনায় ৪ জন, মনোহরগঞ্জে ৩ জন ও হোমনায় ১ জন।

আজকে নতুন করে ৫৬ জন সুস্থ্য হয়েছে। সুস্থ্যরা হলেন সিটি করপোরেশনে ৩০ জন, আদর্শ সদরে ৭ জন, নাঙ্গলকোটে ৫ জন, মনোহরগঞ্জে ৫ জন, সদর দক্ষিণে ১ জন, লাকসামে ৬ জন ও মুরাদনগরে ২ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৪ হাজার ৪১৪ জন।

রবিবার (৯ আগস্ট) বিকেলে কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৭ হাজার ৫১৭ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৬ হাজার ৫৫৩ জনের। এর মধ্যে ৫ হাজার ৮৬৭ জনের করোনা পজিটিভ।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪৪৭ জন, মুরাদনগর ৩১০ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৬৬৮ জন, লাকসামে ৩৭৩ জন, চান্দিনায় ২৬২ জন, তিতাসে ১৪৭ জন, দাউদকান্দিতে ১৭৩ জন, বরুড়ায় ২৪৩ জন, বুড়িচংয়ে ২৬৪ জন, মনোহরগঞ্জে ১৮১ জন, ব্রাহ্মণপাড়ায় ৭৮ জন, নাঙ্গলকোটে ৩৮৮ জন, হোমনায় ১০২ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৭৮ জন, লালমাইয়ে ১০৩ জন, চৌদ্দগ্রামে ৫২৭ জন, আদর্শ সদরে ১৯৭ জন, মেঘনায় ৬২ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি