বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


করোনায় কুমিল্লা মহানগর যুবলীগের উদ্যোগে ৮ হাজার অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৮.২০২০

স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় গত ৫ মাসে কুমিল্লা মহানগর যুবলীগ ও যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদের ব্যক্তিগত উদ্যোগে মহানগরীজুড়ে ৮ হাজার ১০ জন অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। করোনা মহামারিতে যখন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আত্মরক্ষার্থে ঘরে বসে ছিলেন, ঠিক ওই সময়ে ২৭টি ওয়ার্ডের মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রাণ বিতরণ করে মানুষের সুখ-দু:খের খবর নিয়েছেন যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ। লকডাউন এলাকাগুলোতে নিয়মিত উপস্থিত হয়ে মানুষের সমস্যা দূরীকরণে চেষ্টা করেছেন এই যুবলীগ নেতা।

মহানগর যুবলীগ ও আহ্বায়কের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণের বিবরণ:
স্থানীয় সূত্রমতে, প্রথমে ১৯ মার্চ মহানগরীর ২৭ ওয়ার্ডের মানুষের মাঝে করোনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ। ৩১ মার্চ নগরীর ১ নং ওয়ার্ডের ভাটপাড়ায় ২৫০ জন হতদরিদ্র, ৫ এপ্রিল নগরীর ১৫ নং ওয়ার্ডের কাশারীপট্টিতে ২৫০ জন অসহায় মানুষ, ১২ নং ওয়ার্ডের নবাববাড়ি চৌমুহনীতে ২ শত জন হতদরিদ্র, ৬ এপ্রিল ১৩ নং ওয়ার্ডের থিরাপুকুরপাড়ের ২ শত জন কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ১৩ এপ্রিল ২৭ ওয়ার্ডের ১ হাজার যুবলীগের দরিদ্র কর্মীর বাড়িতে বাড়িতে খাদ্য পৌছে দেয়া হয়। ১৬ এপ্রিল ১৬ নং ওয়ার্ডের সংরাইশে ৩৮০ জন হতদরিদ্র, ১৭ এপ্রিল ১৮ নং ওয়ার্ডের নুরপুরের ৩ শত জন হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ১৯ এপ্রিল ১৪ নং ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুরের ১ হাজার অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়। ২১ এপ্রিল ২৭ নং ওয়ার্ডের চৌয়ারা এলাকায় ২ শত জন হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ২৩ এপ্রিল সকালে ১৩ নং ওয়ার্ডের চর্থা এলাকায় ১ হাজার ২ শত জন অসহায় দরিদ্র মানুষের মাঝে সবজি ও ৩ নং ওয়ার্ডের কালিয়াজুড়িতে ৩৫০ জন কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় । ২৪ এপ্রিল মহানগর যুবলীগের উদ্যোগে ২২ নং ওয়ার্ডের শ্রীমন্তপুরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়া হয়। ২৫ এপ্রিল মহানগর যুবলীগের উদ্যোগে ২৫ নং ওয়ার্ডের ছোট ধর্মপুর এলাকায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়া হয়। ১১ মে সদর উপজেলার গোলাবাড়িতে কৃষকের ধান কেটে মাড়াই করা হয়। ১৩ মে সদর উপজেলার পাচঁথুবীতে কৃষকের ধান কেটে মাড়াই করা হয়। ১৮ মে ১৬ নং ওয়ার্ডের ৩৮০ জন হতদরিদ্রের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ১৯ মে ১৮ নং ওয়ার্ডের ৩৮০ জন হতদরিদ্রের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ২২ মে মহানগরীর ২৭টি ওয়ার্ডে ঈদুল ফিতর উপলক্ষে ১ হাজার যুবলীগের দরিদ্র কর্মীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ২৪ মে নগরীর ২ নং ওয়ার্ডের যুবলীগ কর্মীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়। ২৫ জুন মুজিববর্ষ উপলক্ষে মহানগরীতে যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ উদ্বোধন করেন যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ। ৩০ জুন মুজিববর্ষ উপলক্ষে নগরীর ২ নং ওয়ার্ডে যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ উদ্বোধন করেন যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ। ৬ জুলাই ১৭ নং ওয়ার্ডে বৃক্ষরোপণ উদ্বোধন করেন। ২৯ জুলাই মহানগরীর ২৭টি ওয়ার্ডের ১ হাজার যুবলীগের দরিদ্র কর্মীর মাঝে ঈদ উল আযহার উপহার ও ৪ হাজার বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়।

সদর সাংসদের পক্ষ থেকে প্রাপ্ত ত্রাণ যুবলীগের মাধ্যমে ৩ হাজার ৭ শত অসহায় মানুষের মাঝে বিতরণ:
সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের পক্ষ থেকে প্রাপ্ত ত্রাণ মহানগর যুবলীগের মাধ্যমে ৩ হাজার ৭ শত অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। এসব ত্রাণ বিতরণ নিজ হাতে করেছেন মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ। যেমন- ১ এপ্রিল ৩৫০ জন হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ১৮ এপ্রিল ৬ নং ওয়ার্ডের শুভপুরের ৮ শত জন অসহায়ের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়। ১৯ এপ্রিল ৬ নং ওয়ার্ডে ৪ শত জন হতদরিদ্রের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ২৩ এপ্রিল ৪ নং ওয়ার্ডের ৭ শত জন হতদরিদ্রের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ৭ জুন মহানগরী ও সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ডের করোনা ভাইরাস রোগিদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেন আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ। ১ জুলাই ১৩ নং ওয়ার্ডে লকডাউনকৃত ৪৫০ জন দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ৩ জুলাই ৪টি ওয়ার্ডের লকডাউনে দায়িত্বপ্রাপ্ত ১ হাজার স্বেচ্ছাসেবকের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

জেলা পরিষদ থেকে প্রাপ্ত ত্রাণ বিতরণ:
কুমিল্লা জেলা পরিষদ থেকে প্রাপ্ত ত্রাণ ১ হাজার ৩৫০ জন অসহায় ও কর্মহীন মানুষের মাঝে বিতরণ করেন মহানগর যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ। ১৮ মার্চ ২ নং ওয়ার্ডের ২ শত অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। একই দিন ২৫ নং ওয়ার্ডে ২৫০ জন হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ২২ এপ্রিল ২০ নং ওয়ার্ডের দিশাবন্দ এলাকায় ৩ শতজনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। একই দিন ১৯ নং ওয়ার্ডের ডুলিপাড়ায় ২ শত জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ২১ মে ১৫ নং ওয়ার্ডে ৪ শত জন হতদরিদ্রের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ জানান, করোনা প্রকোপ চলাকালে অসহায় মানুষের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত। সবই সম্ভব হয়েছে কুমিল্লা সদর ও মহানগরের অভিভাবক এমপি বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার মহোদয়ের সার্বক্ষনিক সঠিক নির্দেশনা ও সহায়তার কারণে। তিনি সার্বক্ষণিক রাস্তায় থেকে মানুষের দু:খ-কষ্ট লাঘব করার জন্য কাজ করেছেন। উনার নির্দেশ আমরা পালন করেছি। আগামী দিনগুলোতে করোনা প্রতিরোধে আমাদের অভিভাবক এমপি বাহার মহোদয়ের নির্দেশ মোতাবেক কাজ করে যাবো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি