শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » প্রবাসের খবর » কুমিল্লার চান্দিনার কানাডাপ্রবাসী জিয়া হক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামে কটুক্তি, চান্দিনা থানায় মামলা


কুমিল্লার চান্দিনার কানাডাপ্রবাসী জিয়া হক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামে কটুক্তি, চান্দিনা থানায় মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৮.২০২০

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চান্দিনা উপজেলার জিয়াউল হক জিয়া থাকেন কানাডায়। ‘Zia Hoque’ নামের ফেইসবুক আইডিতে তিনি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ছবির সাথে আপত্তিজনক ছবি প্রচার করছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামে কুরুচিপূর্ণ পোস্ট দিচ্ছেন। তাই চান্দিনা উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াছিন অভি ডিজিটাল নিরাপত্তা আইনে জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

জিয়াউল হক জিয়া চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকার ইঞ্জিনিয়ার সামছুল হকের ছেলে।

উপজেলা ছাত্রলীগ সভাপতি জানান, জিয়াউল হক জিয়া বিদেশে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নানা উস্কানিমূলক অপপ্রচার করে আসছে। আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে রাজনীতি করি আমরা তা কোন ভাবেই মেনে নিতে পারছি না। তাই তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনে চান্দিনা থানায় মামলা দায়ের করি।

চান্দিনা থানার ওসি শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেছেন, বিষয়টি আমরা দেখেছি। প্রাথমিক তদন্তে ফেইসবুক আইডিটি জিয়াউল হক জিয়ার বলে প্রমাণিত হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি