বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


শিশুদের সেই সুন্দর পোশাকে তৈরি হচ্ছে ফ্যাশন হাউসগুলোয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৯.২০২০

ডেস্ক রিপোর্ট:

ছোট্ট শিশুর পোশাকে আবার ফ্যাশন কী? একটা পরালেই তো হলো। এ ভাবনার দিন এখন আর নেই। বাড়িতে নবজাতক থেকে দেড় বা দুই বছর পর্যন্ত শিশুদের জন্য নানা রকম পোশাকের আয়োজন থাকছে ফ্যাশন হাউসগুলোয়। শুধু আরামের দিকই নয়, ফ্যাশন হাউসগুলো এখন ভাবছে তাদের ফ্যাশন নিয়েও।

র‍ম্পার, শীতপ্রধান দেশে শিশুদের পোশাক হিসেবে বেশ জনপ্রিয়। ভারী কাপড়ে তৈরি র‍ম্পার তো আছেই, তবে আমাদের দেশের আবহাওয়া উপযোগী কাপড়ে তৈরি হচ্ছে এ র‍ম্পার—এমনটাই বলছিলেন ক্লাব হাউসের সিনিয়র ডিজাইনার ফারজানা খানম। নরম সুতি কাপড়কে বিশেষ পদ্ধতিতে ধুয়ে এনজাইন পরীক্ষা করে নেওয়া হচ্ছে।

এরপর সেই কাপড়ে তৈরি হচ্ছে ছোটদের পোশাক। এ ধরনের কাপড়ে তৈরি পোশাকে কোনো ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার না থাকায় শিশুর ত্বকে পড়বে না কোনো ক্ষতিকর প্রভাব। বিশেষ করে সদ্য জন্ম নেওয়া শিশু থেকে দুই বছর পর্যন্ত বাচ্চাদের জন্য রম্পার বেশ আরামদায়ক বটে।

সুতির কাপড়ে তৈরি হচ্ছে রম্পার। কাপড়ে থাকছে ভেজিটেবল ডাইয়ের ব্যবহার। কাপড়ে ক্ষতিকারক রঙের ব্যবহার না থাকায় এ পোশাকে সারা দিন ফুরফুরে থাকবে শিশু

হলদে কাপড়ে জলরঙের ছাপ। শিশুর প্যাম্পারস বদলাতে যাতে কোনো অসুবিধা না হয়, সে জন্য এ রম্পারের কাটে থাকছে বিশেষ ব্যবস্থা।

ভিসকস কাপড়ে তৈরি হয়েছে এ রম্পারগুলো। হালকা রঙে স্ট্রাইপের নকশা। বাইরে থেকে আমদানি করা এ ভিসকস কাপড় তৈরি বিশেষভাবে, যে কারণে শিশুর জন্য তা হয়ে ওঠে আরামদায়ক।

ভিসকসের কাপড়ে ফুলেল নকশা। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে রম্পারের হাতাতেও থাকছে ফুলের মতো ছাঁট। এমন হলদে রঙের পোশাকে আরাম মিলবে শিশুর।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি