শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আগামী ২১ সেপ্টেম্বর থেকে সৌদি আরবের বিমান চালু হতে যাচ্ছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৯.২০২০

ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাস মহামারিতে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর আগামী ২১ সেপ্টেম্বর ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মামে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আজ বুধবার রাতে বিমানের কোম্পানি সেক্রেটারি বুসরা ইসলাম এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বুসরা ইসলাম বলেন, ‘২১ সেপ্টেম্বর থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার দাম্মাম থেকে ফ্লাইট পরিচালনা করবে বিমান। ঢাকা থেকে রিয়াদে প্রতি শনি, সোম ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করা হবে।’
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শিডিউল।

বুসরা ইসলাম আরো বলেন, ‘২৪ সেপ্টেম্বর থেকে প্রতি বৃহস্পতিবার ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে ফ্লাইট চালাবে বিমান। এ ছাড়া, চট্টগ্রাম-জেদ্দা-ঢাকা রুটে ২১ সেপ্টেম্বর থেকে প্রতি সোমবার, ঢাকা-জেদ্দা-চট্টগ্রাম রুটে ২০ সেপ্টেম্বর থেকে প্রতি রোববার ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রায়ত্ত এ উড়োজাহাজ সংস্থা।’

বুসরা ইসলাম আরো বলেন, ‘কোভিড-১৯ কালে সৌদি আরব ভ্রমণে কারা যেতে পারবেন এবং ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের এ পাওয়া যাবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি