শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


পদ্মা নদীতে সাঁতার কাটতে নেমে প্রাণ হারাল এক স্কুলছাত্র


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৯.২০২০


ডেস্ক রিপোর্টঃ

রাজশাহীর পদ্মা নদীতে সাঁতার কাটতে নেমে এক স্কুলছাত্র ডুবে মারা গেছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নগরের শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই ছাত্রের নাম বিবেক ঘোষ (১০)। সে নগরের কাজিহাটা এলাকার সন্তোষ ঘোষের ছেলে। বিবেক পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকালে শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে ছেলেটি সাঁতার কাটতে নামে। এ সময় সে গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে পানির নিচ থেকে ছেলেটি উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছেলেটিকে মৃত ঘোষণা করেন।

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে পদ্মার পানি এলাকা মতিহার থানার মধ্যে পড়েছে। মামলা করলে তা মতিহার থানায় করতে হবে।

এদিকে মতিহার থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, পদ্মার পানি এলাকা সব মতিহার থানা এলাকার মধ্যে ফেলা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি