শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার চান্দিনায় অগ্নিকান্ডে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৯.২০২০

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চান্দিনায় অগ্নিকান্ডে এক প্রবাসীর বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ পরিবার। শনিবার রাত ২টায় উপজেলা দোল্লাই নবাবপুর ইউনিয়নের সুরীখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আশেক এলাহী জানান, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম এর প্রবাসে থাকেন। তার পরিবার ঢাকায় থাকার কারণে ঘরটি বাহির থেকে তালাবদ্ধ ছিল। শুক্রবার দিনগত রাত অনুমান ২টার দিকে ওই ঘরে আগুন দেখে আস-পাশের লোকজন ডাক-চিৎকার দেয়। আমরাও বের হয়ে দেখি ঘরটিতে আগুন জ্বলছে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পরে। আমরা চান্দিনা ফায়ার সার্ভিসে খবর দিয়ে স্থানীয় ভাবে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুনের ভয়াবহতার কাছে অসহায় হয়ে পড়ে স্থানীয় লোকজন। প্রায় এক ঘন্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছলে ততক্ষণে সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়।

প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী পারভীন আক্তার জানান, আমার বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা রাতেই শুনেছি। সকালে এসে দেখি আমার সব কিছু পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে অন্তত আমার ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

চান্দিনার ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শফিক মুন্সি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্রীজের বিদ্যুৎ লাইন সকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তাছাড়া ওই এলাকার সড়কের গলিগুলো অপ্রশস্ত হওয়ার কারণে আমরা ঘটনাস্থলে যেতে পারেনি। আমরা ঘটনাস্থলে পৌছানোর আগেই আগুন নিভে গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি