শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


পুলিশ আমাকে কাঠ দিয়ে বেধড়ক মেরেছে : ভিপি নুর


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৯.২০২০

ডেস্ক রিপোর্টঃ

ডাকসুর সাবেক ভিপি নূরকে নিয়ে নানা নাটকীয়তা ঘটেছে সোমবার রাতে। প্রথমে পুলিশ তাকে মৎস্য ভবন এলাকা থেকে কয়েক সঙ্গীসহ আটক করে। প্রায় দেড় ঘণ্টা পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে আবার তাকে নিয়ে আসে গোয়েন্দা পুলিশ। রাত পৌণে একটার দিকে ডিবি কার্যালয় থেকে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মুক্তির পরে ভিপি নুর বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম কিন্তু হঠাৎ পুলিশ কেন আমাদের ওপর হামলা করেছে সেটা বুঝতে পারিনি। রড, কাঠ এসব দিয়ে ফিল্মি স্টাইলে আমাদের উপর হামলা চালানো হয়।

তিনি বলেন, আমরা বিভিন্ন সময় হামলা-মামলার শিকার হই। আমি আগেও বলছি এদেশে বিচার নাই, আইনের শাসন নাই, গণতন্ত্র নাই। সুতরাং আমার বিচার হচ্ছে জনগণের কাছে। আমরা তো কোন অপরাধী না, আমরা ছাত্রনেতা। আমরা মার খেলাম, শার্ট ছিঁড়ে গেলো। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে চলে যাচ্ছিলাম। কোনো প্রকার উস্কানি ছাড়া পুলিশ কেন আক্রমণ করল তা বুঝতে পারিনি। এও বুঝতে পারিনি কী কারণে আমাদের ধরে আনা হলো এবং আবার ছেড়ে দেয়া হলো। যেটা মনে হচ্ছে মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য এটা করা হয়েছে।

ডিবি কার্যালয়ে নির্যাতন করা হয়েছে কিনা, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে নুর বলেন, ডিবি কার্যালয়ে খুব ভালো ব্যবহার পেয়েছি। কিন্তু রাস্তাতেই তো পিটিয়ে আমাদের আধা-মরা করেছে। রাস্তায় আনার সময়ই তো আমাকে মারছে। সিনেমার স্টাইলে জাম্প করে পুলিশ আমাকে কাঠ দিয়ে বেধড়ক মেরেছে। আমি বলেছি, নেতাকর্মীদের রেখে পালাবো না।

এদিকে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে সাধারণ ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি