শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় করোনার ফরম পূরণ ও রিপোর্ট নিয়ে প্রতারণায় দোকানকে জরিমানা ও জেল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৯.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় করোনা পরীক্ষার ফরম পূরণ এবং পরীক্ষার রিপোর্ট নিয়ে প্রতারণা করায় ২টি দোকানকে জরিমানা করা হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় কুমিল্লার সদর হসপিটালের সামনে ফ্রেন্ডস কম্পিউটার এবং ইকরা কম্পিউটার দোকানে করোনা রিপোর্ট নিয়ে প্রবাসীদের সাথে প্রতারণা করার অভিযোগে ১১ হাজার টাকা জরিমানা ও একজন দোকানদারকে এক মাসের জেল প্রদান করা হয়েছে।

বুধবার ( ২৩ শে সেপ্টেম্বর ) রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত দত্ত।

তিনি জানান, কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি