বৃহস্পতিবার,১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ধর্ষন ও মানবপাচার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে সিআইডি পুলিশ


ধর্ষন ও মানবপাচার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে সিআইডি পুলিশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৯.২০২০

ডেস্ক রির্পোটঃ

মানব পাচারের অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে সিআইডি পুলিশ ।আটকৃতদের বিভিন্ন স্থান থেকে গত রোববার (২০ সেপ্টেম্বর) বেনাপোলের রায়পুর গ্রাম থেকে রফিকুল ইসলাম(৩৩), একই দিন বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রাম থেকে শাহিন আলী(২৭) ঝিকরগাছা বারাকপুর গ্রাম থেকে বুধবার সকালে বিপ্লব ঘোষ(৩৩)কে ঢাকা সিআইডি পুলিশ আটক করে।

বুধবার(২৩সেপ্টেম্বর) ঢাকার সিআইডি পুলিশ আটকের পর তাদের বিষয়ে খোজ খবর নেয়ার জন্যেই বেনাপোল পোর্ট থানায় নিয়ে আসে।আটকৃতরা হলো বেনাপোল পোর্ট থানার রায়পুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে রফিকুল, ধান্যখোলা গ্রামের শাহিন আলী ও ঝিকরগাছা থানার সুনিল ঘোষের ছেলে বিপ্লব ঘোষ।

সুত্র মতে উল্লেখিত আটকৃতরা ঢাকা থেকে অবৈধ পথে ভারতে যাওয়ার উদ্দেশ্য আসা দুই নারীকে বেনাপোলের পুটখালী এলাকার একটি মাঠের মধ্যে রাতে ধর্ষন করে। ধর্ষিতারা ভারতে যেতে না পেরে ঢাকায় ফিরে সিআইডি পুলিশের কাছে ধর্ষন ও পাচার এর অভিযোগ করে। সেই মোতাবেক তিন আসামিকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার বলেন,সিআইডি পুলিশের হাতে আটকৃতদের সম্পর্কে আমরা সুনিশ্চিত কিছু জানি না । তবে সম্ভবত এটা পাচার অভিযোগ হতে পারে। পোর্ট থানার ওসি মামুন খান বলেন এই সম্পর্কে আমিও নিশ্চিত নই। বিস্তারিত জানেন ঢাকার সিআইডি।

জানা গেছে বেনাপোল পোর্ট থানায় এনে খোজ খবর নেয়ার পর আজ বিকালের দিকে মাইক্রোবাসে করে আটকৃতদের যশোরের দিকে নিয়ে যাওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি