শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


সবচেয়ে বড় দুর্নীতি সরকার স্বয়ং: ডা. জাফরুল্লাহ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৯.২০২০


ডেস্ক রির্পোটঃ

সমাজের নানা স্তরে দুর্নীতি পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘আজকে দুর্নীতি কোথায় পৌঁছেছে— সবচেয়ে বড় দুর্নীতি সরকার স্বয়ং। এখানে মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার হরণ করে, এখানে মানুষের মানবাধিকার লঙ্ঘন করে, তার চেয়ে বড় দুর্নীতি কী হতে পারে?’

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগরকেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক, রাজনীতিবিদ ও বিভিন্ন পেশাজীবীসহ অন্যদের গ্রেফতার-নিপীড়ন-হয়রানি, ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ সারাদেশে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের নামে মামলা ও সমসাময়িক বিষয় শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক মালেকের দুর্নীতির প্রসঙ্গ টেনে ডা. জাফরুল্লাহ বলেন, ‘মালেকের দুই তলা ও সাত তলা বাড়ি, আফজালের ১০টা বাড়ি। হাজার কোটির অনেক বেশি দুর্নীতি। আমি মনে করি, এইগুলো সরকারের দুর্নীতি। সরকার তার নৈতিক অবস্থান হারিয়েছে।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘দুর্নীতি বন্ধ করতে চাইলে আগে নিজের বাড়ি থেকে ঠিক করতে হয়। পাপিয়াকে ধরে, ওকে ধরে, বিয়ে খেতে না দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। দুর্নীতি বন্ধ করতে চাইলে আগে নিজের বাড়ি থেকে ঠিক করতে হয়। আমাদেরও সম্পত্তির তথ্য প্রকাশ করেন। তারপর প্রশ্ন করেন, জাফরুল্লাহ’র এই সম্পত্তি কোথায থেকে অর্জিত হলো। কেবল অন্যেরটা দেখববো, আমারটা দেখবো না— এটা হতে পারে না।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি