শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


এবার নতুন স্মার্টওয়াচ দিয়ে ঘাম ব্যবহার করে গ্লুকোজের পরিমাণ মাপা যাবে


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১০.২০২০

বিজ্ঞান ও প্রযুক্তিঃ

অনেকেই রক্তের গ্লুকোজ মাপতে বিভিন্ন যন্ত্র ব্যবহার করেন। সুচ ফুটিয়ে রক্ত সংগ্রহের পর তা পরীক্ষা করে গ্লুকোজের পরিমাণ জানা যায়। কিন্তু সুচ ফোটাতে অনেকেই ভয় পান। এ সমস্যা থেকে সমাধানে উদ্যোক্তারা নতুন স্মার্টওয়াচ তৈরি করছেন। এতে ঘাম ব্যবহার করে গ্লুকোজের পরিমাণ জানা যাবে।

এ পরিধানযোগ্য গ্লুকোজ মনিটর যন্ত্রের নাম ‘হেলা’। নতুন এ স্মার্টযন্ত্রটি তৈরিতে অর্থ সংগ্রহের জন্য ক্রাউডফান্ডিং সাইট ইনডিগোগোতে প্রকল্পের বিস্তারিত জানিয়েছেন এর উদ্যোক্তারা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিকি গ্যাজেটস এ তথ্য জানিয়েছে।

এতে ঘাম থেকে গ্লুকোজ মাপার বিষয়টি সহজ। হাতে থাকা যন্ত্রটির ওপরে এক ফোঁটা ঘাম ফেললেই তা থেকে গ্লুকোজের পরিমাণ বের করে ফেলবে।

হেলা মূলত বিশেষ একটি ডিভাইস, যাতে গ্লুকোজের মাত্রা নির্ণয়, হৃৎস্পন্দন, রক্তচাপ ও ল্যাকটিক অ্যাসিডের মাত্রা জানা যাবে। এর পাশাপাশি এটি সাধারণ স্মার্টওয়াচ হিসেবে হাতেও পরা যাবে। এর উদ্যোক্তারা বলেন, এটাই প্রথম পরিধানযোগ্য যন্ত্র যাতে গ্লুকোজ পরিমাপে সুচ ফোটাতে হয় না।

হেলা নামের ওই প্রকল্পের জন্য যে পরিমাণ অর্থ সংগ্রহ করতে চেয়েছিলেন উদ্যোক্তারা তা সফল হয়েছে। এখন ওই প্রকল্প সামনে এগিয়ে নিচ্ছেন উদ্যোক্তারা। আগামী মাসেই নতুন ওই স্মার্টওয়াচ বাজারে ছাড়ার লক্ষ্য তাঁদের।

পরিধানযোগ্য গ্লুকোজ মনিটর হিসেবেও স্মার্টওয়াচটি সাড়া জাগাবে বলে মনে করছেন উদ্যোক্তারা। এতে ঘাম থেকে গ্লুকোজ মাপার বিষয়টি সহজ। হাতে থাকা যন্ত্রটির ওপরে এক ফোঁটা ঘাম ফেললেই তা থেকে গ্লুকোজের পরিমাণ বের করে ফেলবে। এর প্রযুক্তি পেটেন্ট করা। এতে মাত্র তিন সেকেন্ড সময় লাগে।

শরীরচর্চা বা কাজ করার সময় ঘাম এর সেন্সরে ফেললেই তা থেকে ফল জানা যাবে। মনিটর যদি সবুজ বৃত্ত দেখায়, তবে শরীর ঠিক আছে। লাল বৃত্ত দেখালে গ্লুকোজের পরিমাণ বেশি দেখাবে। সেন্সরটি প্রয়োজনে পরিবর্তন করা যাবে। একটি সেন্সর ১৪ দিন কাজ করবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি