শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লা জিলা স্কুল-৯৮ ব্যাচের বন্ধুদের ফেইসবুক পেইজের উদ্যোগে ব্যাতিক্রমধর্মী চিত্রাঙ্কন প্রতিযোগীতা


কুমিল্লা জিলা স্কুল-৯৮ ব্যাচের বন্ধুদের ফেইসবুক পেইজের উদ্যোগে ব্যাতিক্রমধর্মী চিত্রাঙ্কন প্রতিযোগীতা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১০.২০২০

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জিলা স্কুল-৯৮ ব্যাচের বন্ধুদের (CZS98 BATCH FRIENDS) ফেইসবুক পেইজের উদ্যোগে করোনার মহামারীতে বাচ্চাদের নিয়ে একটি ব্যাতিক্রমধর্মী চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করেছে।

“ছয় ঋতুর দেশ বাংলাদেশ” এই শিরোনামে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে চলতি বছরের গত ১লা সেপ্টেম্বর থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত শিশু শিল্পীরা ঘরে বসে (CZS98 BATCH FRIENDS) ২০২১ সালের ক্যালেন্ডারে চিত্রাঙ্কণ প্রতিযোগীতার অংশগ্রহণ করে। তিনটি বিভাগে মোট ৫৬ জন শিশুশিল্পী অংশগ্রহণ করে। প্রতিটি শিশু শিল্পীই তাদের নিজস্ব চিন্তাচেতনার বহিঃপ্রকাশ ঘটিয়েছে তাদের চিত্রকর্মে। (CZS98 BATCH FRIENDS) এর ২০২১ সালের বছরজুড়ে ক্যালেন্ডার প্রর্দশনীতে মোট ৯৮ টি চিত্রকর্ম শিশুশিল্পীরা অঙ্কন করে। এই ৫৬ জন শিশুশিল্পীদের চিত্রকর্ম থেকে ১২ মাসের জন্য ১২টি চিত্রকর্ম চূড়ান্তভাবে নির্বাচন করেন বাংলাদেশের জাতীয় চিত্রশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগের অধ্যাপক আব্দুর শাকুর শাহ্ , ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্রবিভাগের চিত্রশিল্পী আবদুস সালাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্রবিভাগের সহকারী অধ্যাপক চিত্রশিল্পী জয়া শাহরীন হক।

আগামী ১৬ই ডিসেম্বর ২০২০ বিজয় দিবসে শিশুশিল্পীদের এই চিত্রকর্ম নিয়ে (CZS98 BATCH FRIENDS) ২০২১ সালের প্রকাশিত ক্যালেন্ডার প্রর্দশনীর মোড়ক উন্মোচন করবেন বাংলাদেশের বিশিষ্ট অভিনেত্রী দিলারা জামান ও কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার।
এ প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করে প্যানোরামো হাউজিং লিমিটেড, স্বর্ণ গ্যালারী, উইন্ড কনভেনশন সেন্টার ও ম্যাজিকোসহ কুমিল্লা জিলা স্কুলের ৯৮ ব্যাচের সকল বন্ধুরা।

গত ৭ই অক্টোবর ২০২০ জুরিবোর্ড প্রকাশিত ১২টি চিত্রকর্ম মাস অনুসারে বিজয়ী শিশুশিল্পীদের নাম ঘোষণা করেন । বিজয়ী শিশুশিল্পীরা হলেন, প্রশান্ত সাহা (জানুয়ারী ২০২১), সায়রা ওয়াসিকা (ফেব্রুয়ারি ২০২১), রবিউল হাসান আলিফ (মার্চ ২০২১),তাসমিয়া জারিয়া (এপ্রিল ২০২১),সাফি বিন হুদা (মে ২০২১), সাইফা সাফায়েত (জুন ২০২১),রামিশা হক (জুলাই ২০২১), নাবিহা মানহা (আগষ্ট ২০২১), জুলিয়া আফরিন (সেপ্টেম্বর ২০২১),বিদ্যুতরয় ত্রিধারা দেবনাথ (অক্টোবর ২০২১), ফাতিমা বিনতে করিম (নভেম্বর ২০২১) এবং সারিকা খান (ডিসেম্বর ২০২১) ।

অংশগ্রহণকারী অন্যান্য শিশুশিল্পীরা হলেন, সাথী, হাবিবুর রহমান রায়হান, আফসারা তাসনিম, রাসমিয়া সাফরিন, আমিনা বিনতে আসাদ, মোহাম্মদ মুর্তজা বিন মোস্তফা, মেহরিশ নাজাফ চৌধুরী, নাবিহা তাহসিন, মুনজীমা মুনুশিনী হালদার,আবু হুরায়রাহ,মো: রেজয়ানুল হক সাইফ,উমায়মা আওনুনা নুমা, তাশফিয়া আশরাফ, আব্দুল্লাহ আল ওয়াসির, আনুশি জে তেজবার, আরিয়া মুশহারাত, হাফসা হোসাইন, আংকন রহমান, জুহায়রা বিনতে ফুয়াদ, ওয়ানিয়া বিনতে ফুয়াদ, মারজিয়া মিনহাজ জোহা, শাহামাত করিম, তাসফিয়া তানজিম রাইসা, আমিন রিয়াসাত আলম, স্বস্তি চক্রবর্তী, উম্মে খায়রুন আদিবা, খালিদ হোসাইন, আবরিতি রহমান, মানহা নুর, জারিফ মিনহাজ, ত্রিধারা সাহা কাব্য, আদ্রিতা মইন, তাসনিম আজাদ তাহা, সাফি নাজ সাহরিন মানিতা, ইয়ামিন রহমান, হুমায়রা আলম বুশরা, মিম আক্তার, মাইশা হক, আনিশা তাসনিম ইমাম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি