শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ভৌগোলিক অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের অন্যতম অংশীদার হয়ে উঠেছে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ

বাংলাদেশে সফররত মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান বলেছেন, ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন কৌশলগত উদ্যোগ ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি বা আইপিএস প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র।

এ অঞ্চলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার। কৌশলগত এ উদ্যোগ প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের কেন্দ্রে থাকবে বাংলাদেশ।’

আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্রের কৌশলগত উদ্যোগ আইপিএসে বাংলাদেশকে যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে আসছে ওয়াশিংটন। এ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র এই সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী।

সেখানে দুই ঘণ্টা আলোচনার হয় তাদের। বৈঠকে আইপিএস নিয়ে কোনো কথা হয়নি বলে সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যা, বিনিয়োগ, বঙ্গবন্ধুর খুনিকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে স্টিফেন বিগানের সঙ্গে আলোচনা হয়েছে।’

মার্কিন উপপরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভৌগোলিক অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের অন্যতম অংশীদার হয়ে উঠেছে বাংলাদেশ।

দীর্ঘ সময় ধরে এখানকার স্থিতিশীলতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, এখানকার ভোক্তাদের সংখ্যা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশের দক্ষ কর্মীর উপস্থিতি কারণে বাংলাদেশ নিয়ে বিভিন্ন দেশের আগ্রহ রয়েছে।’

স্টিফেন বিগান আরও বলেন, ‘বৈঠকে আমাদের মধ্যে অনেক বিষয়ে আলোচনা হয়েছে। পারস্পরিক সহযোগিতা নিয়ে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। কক্সবাজারে আশ্রয় নেওয়া শরণার্থীদের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে আমরা আলোচনা করেছি। এ বিষয়ে একটি স্থায়ী সমাধান কীভাবে করা যায়- সে লক্ষ্যেও একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।’

এ সময় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য উল্লেখযোগ্য পরিমাণ মানবিক সহায়তা দিয়ে আসছে বলে তিনি দাবি করেন।

স্টিফেন বিগান বলেন, ‘মিয়ানমারের ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারের বিষয়ে যুক্তরাষ্ট্র সোচ্চার। রোহিঙ্গাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। তবে এতে আন্তর্জাতিকভাবে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। এটা কেবল বাংলাদেশের সমস্যা নয়। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিটি প্রধান দেশকে এ সমস্যা সামাধানে এক হতে হবে। সমস্যা সমাধানে মিয়ানমার সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে বলতে হবে।’

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে স্টিফেন বিগান বলেন, ‘এটি একটি আইনি প্রক্রিয়া। বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তরের আওতায় নয়। তবে আমাদের সংশ্লিষ্ট সংস্থাগুলো বিষয়টি দেখছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি, বিষয়টি পর্যালোচনার পর্যায়ে আছে।’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগমুহূর্তে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান ঢাকা সফর করলেন। এ সফরের তাৎপর্যের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমাদের অভাবনীয় অর্থনৈতিক অগ্রযাত্রা, স্থিতিশীলতা, ভূ-রাজনৈতিক অবস্থান; এসব কারণের জন্য যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করার বিষয়ে গুরুত্ব দিচ্ছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি