শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার বুড়িচংয়ে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে ঐক্যের ডাক দিলেন ওসি মোজাম্মেল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১০.২০২০

স্টাফ রিপোর্টার:

শনিবার(১৭ অক্টোবর) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলায় নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে ঐক্যের ডাক দিলেন বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক, পিপিএম । মুজিব শত বর্ষের বহমান অংশ হিসেবে “মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার”, ” নিরাপদ সমাজ গড়ি নারী নির্যাতন বন্ধ করি ” স্লোগান কে সামনে নিয়ে সভার আয়োজন করা হয় । ৩নং বুড়িচং সদর ইউনিয়ন পরিষদ ও বুড়িচং থানা যৌথ আয়োজনে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী বিট পুলিশিং সমাবেশ, বিট-৩ অনুষ্ঠিত হয় ।

উক্ত সভায় ৩নং বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ৩নং বুড়িচং সদর ইউপি সচিব আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আখলাক হায়দার।

উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, পিপিএম । ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ এবং মহিলা মেম্বার গণ উপস্থিত ছিলেন ।

প্রধান আলোচক হিসেবে ওসি মোজাম্মেল হক,বিপিএম, বলেন ধর্ষণের বিরুদ্ধে সরকার কার্যকরী আইন প্রণয়ন করেছেন । সামাজিক সুরক্ষার পাশাপাশি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান, বুড়িচং থানার এসআই/ সুজন কুমার মজুমদার, ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার বাছির খান, প্যানেল চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, শ্রমিক লীগ নেতা আবু তাহের সর্দার,বুড়িচং বাজার কমিটির সভাপতি আলহাজ্ব ছাফর আলী, ইউপি সদস্য যথাক্রমে ফরিদ উদ্দিন মেম্বার, জামাল উদ্দিন মেম্বার,নসু মিয়া মেম্বার, জসীম উদ্দিন মেম্বার,মোঃ শহিদ এছাড়া সংরক্ষিত মহিলা মেম্বার হালিমা খাতুন রোজি, ফাতেমা বেগম প্রমুখ ।

এছাড়া সদর ইউনিয়ন পরিষদের সকল গ্রামের নারী,পুরুষ, যুব সমাজ ও সামাজিক ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি