শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » স্বাস্থ্যবিধি মেনে বিভাগভিত্তিক ভর্তি পরীক্ষা চান অনুষদ ডিনরা


স্বাস্থ্যবিধি মেনে বিভাগভিত্তিক ভর্তি পরীক্ষা চান অনুষদ ডিনরা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১০.২০২০

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, সকল অনুষদের ডিনদের নিয়ে আলোচনা সভায় সকলে এ বিষয়ে মতামত প্রকাশ করেন। তাদের দাবি, স্বাস্থ্যবিধি মেনে বিভাগভিত্তিক পরীক্ষা নেয়া হলে শিক্ষার্থীদের ঢাকায় আসার প্রয়োজন হবে না।

মঙ্গলবার পূর্ব নির্ধারিত ডিনস মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। ডিনস কমিটির মিটিংয়ে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

ড. সাদেকা হালিম বলেন, কোনও ডিনই অনলাইন পরীক্ষা বিষয়ে মতামত দেননি, ফলে আমরা বরাবরের মতো ভর্তি পরীক্ষা নেবো। এছাড়াও এসএসসি এবং এসইচএসসি’র ফলাফল দেখে কী পরিমাণ নম্বর যোগ হবে, তা নিয়ে আরো আলোচনা করা হবে।

উপ উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, এবার ১০০ নম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার উপর ২০ নম্বর, বাকি ৮০ নম্বরের মধ্যে লিখিত ৫০ ও বহুনির্বাচনিতে ৩০ নম্বর। পূর্বে ২০০ নম্বরের ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বর ৮০, বাকি ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা নেয়া হতো।

তিনি বলেন, বিভাগভিত্তিক বিশ্ববিদ্যালয় বা তার অধীনস্ত কলেজগুলোকে পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করা যেতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি