শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


গভীর নিম্নচাপের কারণে নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, বেড়েছে নদী ভাঙন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০২০

ডেস্ক রিপোর্টঃ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় জোয়ারের উচ্চতা, বাতাস, বৃষ্টি ও ঢেউয়ের তাণ্ডব বেড়েছে। ২১ অক্টোবর রাত থেকে টানা বৃষ্টিতে জনজীবন থমকে গেছে। এতে নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা নোয়াখালীতে বৃষ্টি এবং সামুদ্রিক জোয়ারের তীব্রতা বেড়েছে। সেই সাথে বেড়েছে নদী ভাঙন। জেলার হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলার অনেক এলাকায় বেড়িবাঁধ না থাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে ঢাকা, চট্টগ্রামের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এছাড়া হাতিয়া-চেয়ারম্যানঘাট নৌরুটে বিআইডাব্লিউ সীট্রাক চলাচলও বন্ধ রয়েছে। যার কারণে দেশের অন্য কোথাও থেকে লোকজন হাতিয়ায় যেতে পারছেন না এবং হাতিয়া থেকে কেউ বাইরে যেতে পারছেন না। এই পরিস্থিতিতে ঢাকা, চট্টগ্রামগামী অপেক্ষমান যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

জেলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মোঃ আসাদুল্লাহ জানান, সমুদ্র উপকূলে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে মেঘনা ও বঙ্গোপসাগরে অবস্থানরত সব ট্রলার ও মাছ ধরার নৌকাকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দুর্ঘটনা এড়াতে গতকাল বিকেল থেকে নৌরুটে চলাচল করা ৮৭টি লঞ্চ ও চার শতাধিক স্পিডবোট বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত এসব নৌযান চলাচল করবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি