শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


বাবার গানের সুরে মাঝে ধর্মীয় গানে কণ্ঠ দেন নিশীতা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১০.২০২০

বিনোদন ডেস্কঃ
সঙ্গীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা দিয়ে গানের ভুবনে আগমন ঘটে নিশীতা বড়ুয়ার। অন্যের গাওয়া জনপ্রিয় গানের পাশাপাশি নতুন মৌলিক গানে কণ্ঠ দিয়ে শ্রোতাপ্রিয় সঙ্গীত শিল্পীতে পরিণত হয়েছেন তিনি।

অন্য অনেক সুরকারের গানে কণ্ঠ দিলেও মাঝে মধ্যে তার বাবা শাক্যপদ বড়ুয়ার সুরেও মাঝে মধ্যে ধর্মীয় গানে কণ্ঠ দেন নিশীতা। তেমনি বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ‘প্রবারণা’ শিরোনামের একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন এই সঙ্গীতশিল্পী।

এটির সুর করেছেন তার বাবা। গানটির কথা লিখেছেন নিশীতা। সঙ্গীত পরিচালনা করেছেন মীর মাসুম। গানটি নিশীতার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

এ প্রসঙ্গে নিশীতা বলেন, বাবার সুরে মাঝে মধ্যেই ধর্মীয় গানে কণ্ঠ দেই। তিনি আমার জন্য অনেক যত্ন করেই গানগুলোর সুর করেন। এবারের গানটিরও চমৎকার সুর করেছেন। আমার ভালো লেগেছে এটির কাজ।

জাহাঙ্গীর রানার কথা ও সুরে ‘এমন একদিন আসবে’ শিরোনামের নতুন একটি গানেও কণ্ঠ দিয়েছেন। এটিরও সঙ্গীত পরিচালনা করেছেন মীর মাসুম। গানটি ‘পরানের গান’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

এ গানটির জন্যও শ্রোতাদের কাছে থেকে ভালো সাড়া পাচ্ছেন নিশীতা বড়ুয়া। এছাড়া নতুন কিছু গানে কণ্ঠ দেয়ার প্রস্তুতির পাশাপাশি গান লেখাতেও মনোযোগী হয়েছেন এই সঙ্গীতশিল্পী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি