মঙ্গলবার,২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


দীর্ঘ বিরতির পর আবারও বিটিভিতে ‘ইত্যাদি’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১০.২০২০

ডেস্ক রিপোর্টঃ

প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে অনেক মাস থমকে গিয়েছিল ‘ইত্যাদি’র ক্যামেরা। যদিও পরপর কয়েকটি সংকলিত পর্ব নিয়ে দারুণ সাড়া ফেলেছেন হানিফ সংকেত। এতোদিন পর চালু হলো অনুষ্ঠানটির ক্যামেরা।

সোশ্যাল মিডিয়া পোস্টে হানিফ সংকেত জানিয়েছেন যে, দীর্ঘ বিরতি কাটিয়ে প্রচার হতে চলেছে ‘ইত্যাদি’র ব্র্যান্ড নিউ এপিসোড।

ফাগুন অডিও ভিশন নির্মিত ‘ইত্যাদি’ আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ টেলিভিশনে রাত ৮ টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে। এবারের পর্বে থাকবে নিয়মিত সব পরিবেশনা। থাকবে বেশ কিছু নাচ এবং গান। স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের উপস্থিতিতে ধারণ করা হয় এবারের পর্ব।

‘ইত্যাদি’ অনুষ্ঠানটি এখন দেশের বিভিন্ন জেলায় ও ঐতিহাসিক স্থানসমূহে ধারণ করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এ অনুষ্ঠানটি এবার চিত্রায়িত হয়েছে শিক্ষা নগরী খ্যাত রাজশাহীর সারদার ঐতিহ্যবাহী বাংলাদেশ পুলিশ একাডেমিতে।

অনুষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী ‘ইত্যাদি’ যে জেলায় অনুষ্ঠিত হয় তার ইতিহাস-ঐতিহ্য নিয়ে একটি গানও পরিবেশিত হয়ে থাকে। বরাবরের মতো এবারও বিটিভির সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানটির গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনায় থাকছেন হানিফ সংকেত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি