মঙ্গলবার,২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কালের সাক্ষী এই জমিদার বাড়িটি এখন বিলীন হওয়ার পথে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১০.২০২০

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা গ্রামের শত বছরের পুরনো জমিদার বাড়িটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তদারকি না থাকায় অযত্ন আর অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা এই রাজবাড়ীতে এখন বিভিন্ন অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

কথিত আছে বিশ্বনাথ রায় চৌধুরী নামে এক জমিদার পশ্চিমবঙ্গের শিমগাঁও থেকে এসে নবীনগর উলজেলার কাইতলায় জমিদার বাড়িটি স্থাপন করেছিলেন। কালের সাক্ষী এই জমিদার বাড়িটি এখন বিলীন হওয়ার পথে। প্রয়োজনীয় সংরক্ষণ, সংস্কার ও সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করার ফলে হারিয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহ্যটি।

ঐতিহাসিক এই স্থাপনাটি দ্রুত সংস্কারের দাবির প্রেক্ষিতে অবশেষে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি বিশেষ দল পরিদর্শন করে গেছেন এই রাজবাড়িটি। আর এতে করে আশার আলো দেখছেন এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসেন এই জমিদার বাড়িটি দেখতে কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংশের উপকৃত হয়েছে এই প্রাচীন ঐতিহ্যবাহী স্মৃতিটুকু। দ্রুত সংস্কার করে ইতিহাসের স্বাক্ষী জমিদার বাড়িটি আধুনিক একটি পর্যটনকেন্দ্র গড়ে তোলার দাবি তাদের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি