শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের অগ্রগতি ১১ শতাংশ, ব্যয় বাড়লো ৪৭৬৩ কোটি টাকা


মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের অগ্রগতি ১১ শতাংশ, ব্যয় বাড়লো ৪৭৬৩ কোটি টাকা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১০.২০২০

ডেস্ক রিপোর্টঃ

পাঁচ বছরে ‘এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের অগ্রগতি হয়েছে মাত্র ১০ দশমিক ৭৬ শতাংশ। এরমধ্যেই ফের প্রকল্পের মেয়াদ ৩ বছর ৪ মাস বাড়ানোর পাশাপাশি ৪ হাজার ৭৬৩ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় বেড়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পের অনুমোদন দেয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। এসময় পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম গণভবনে উপস্থিত ছিলেন। একনেকের বাকি সদস্যরা ছিলেন রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে।

জানা গেছে, এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক চার লেনের কাজরে জন্য ব্যয় ধরা হয়েছিল ১১ হাজার ৮৯৯ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ২ হাজার ৫৪৪ কোটি টাকা এবং এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৯ হাজার ৩৫৪ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। গত আগস্ট মাস পর্যন্ত ব্যয় হয়েছে ৩ হাজার ১৪৫ কোটি ৭৫ লাখ টাকা। যা অনুমোদিত প্রকল্প ব্যয়ের ২৬ দশমিক ৪৪ শতাংশ। তবে প্রকল্পটির বাস্তব অগ্রগতি ১০ দশমিক ৭৬ শতাংশ। এখন প্রথম সংশোধনীর মাধ্যমে ৪ হাজার ৭৬৩ কোটি ৩৭ লাখ টাকা বাড়িয়ে প্রকল্পটির মোট ব্যয় দাঁড়াচ্ছে ১৬ হাজার ৬৬২ কোটি ৩৮ লাখ টাকা। এক্ষেত্রে সরকারের তহবিল থেকে ৫ হাজার ৩৬ কোটি ৬৫ লাখ টাকা এবং এডিবির ঋণ থেকে ১১ হাজার ৬২৫ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদফতর।

পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম বলেন, প্রকল্প চলাকালীন হঠাৎ কোনো কর্মকর্তা বদলি হলে তার বিপরীতে যারা দায়িত্বে আসবেন তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। কারণ বদলির কারণে প্রকল্পের অগ্রগতি যেন বাধাগ্রস্ত না হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি