শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে মৃত নবজাতক উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১০.২০২০

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের খোলা জায়গা থেকে একটি মৃত নবজাতক উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকালে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের সহায়তায় মৃত এই নবজাতককে উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

ধারণা করা হচ্ছে, বেশ কয়েক দিন আগে বাচ্চাটিকে এখানে ফেলে যাওয়া হয়েছে। উদ্ধারের সময় নবজাতকের শরীরে পঁচন ধরেছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী  বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবহিত। ইতিমধ্যে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। লাশটিকে মর্গে নিয়ে তারা পরবর্তী ব্যবস্থা নেবে।’

ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে প্রক্টর বলেন, ‘করোনা দুর্যোগের সময় মানবশিশু এভাবে ফেলে যাওয়া দুঃখজনক। আমরা মাতা-পিতাকে অনুরোধ করি যতই অসুবিধা হোক এভাবে যেন রাস্তাঘাটে কেউ কোনো মানবসন্তানকে রেখে না যায়।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি