বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মাধ্যমিকে ভর্তিতে ২ প্রস্তাব!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

করোনাকালে মাধ্যমিকে ভর্তির দুটি উপায়ের কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি রোধে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বেড়েই চলেছে। চলমান এই ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে করোনাকালে মাধ্যমিকে ভর্তির দুটি উপায়ের কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। প্রথমটি হলো, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা। দ্বিতীয়টি, ৯ দিনে ৩৮টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা নেয়া। আর এই পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে।

এ প্রসঙ্গে মাউশির উপপরিচালক মো. এনামুল হক হাওলাদার গণমাধ্যমকে বলেন, তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠিয়েছেন। এখন শিক্ষা মন্ত্রণালয় ঠিক করবে, কীভাবে ভর্তির কাজটি হবে।

উল্লেখ্য, অন্যান্য বছর ডিসেম্বরের শুরুতে বিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন নেওয়া শুরু হয়। তবে এ বছর মহামারি করোনার প্রভাবে শিক্ষাপঞ্জি এলোমেলো হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৯ ডিসেম্বর পর্যন্ত সব বিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি