বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লার চৌদ্দগ্রামে মাস্ক ব্যবহার না করায় ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ৮ হাজার টাকা অর্থদন্ড


কুমিল্লার চৌদ্দগ্রামে মাস্ক ব্যবহার না করায় ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ৮ হাজার টাকা অর্থদন্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে সরকারি নির্দেশনা অমান্য করায়, মাস্ক ব্যবহার না করায় ও বিভিন্ন দোকানে অনিয়মের অভিযোগে দোকানদার-পথচারীকে প্রায় ৮ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার চৌদ্দগ্রাম বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।

এসময় মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং বৈধ কাগজপত্র না থাকায় ভোক্তা অধিকার আইনে বিসমিল্লাহ্ জুয়েলার্সকে ৫ হাজার টাকা, চটপটি আড্ডাকে ১ হাজার টাকা, মাস্ক ব্যবহার না করায় একজনকে ৫০০ টাকা ও ৭ জন পথচারীর প্রতিজনকে ২০০ টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: হাসিবুর রহমান, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মো: মোতাহার উদ্দীন, উপজেলা পিআইও মো: জোবায়ের হোসেন, পৌর সেনেটারী মো: ইমাম হোসেন সজীবসহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।

এসময় স্বাস্থ্য সচেতনা সৃষ্টিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি