বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


অবৈধ সম্পদ,অস্ত্র ও মাদকসহ গোল্ডেন মনির গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

স্বর্ণ ব্যবসায়ী গোল্ডেন মনিরের বাসায় অভিযান শুরু হয়। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর মেরুল বাড্ডায় গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মনিরুর ইসলাম ওরফে গোল্ডেন মনিরকে আটক করা হয়েছে। আজ শনিবার সকালে তাকে আটক করে র‌্যাব। এ সময় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে শুক্রবার ( ২০ নভেম্বর) রাত ১০টার দিকে গোল্ডেন মনিরের বাসা, ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানো শুরু করে র‌্যাব। যা এখনও অব্যাহত রয়েছে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে চলা এ অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও কয়েকটি বিলাস বহুল গাড়ি জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালানো হচ্ছে। ছয় তলা বিশিষ্ট ভবনটির প্রতিটি ফ্লোরে অভিযান চালানো হচ্ছে বলেও জানানো হয়।

অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলেও জানিয়েছে র‌্যাব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি