বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » নানা অনিয়ম ও অনুমতি ছাড়া স্বাস্থ্য কার্যক্রম পরিচালনা করায় কুমিল্লার দুটি হাসপতালকে জরিমানা ও সিলগালা


নানা অনিয়ম ও অনুমতি ছাড়া স্বাস্থ্য কার্যক্রম পরিচালনা করায় কুমিল্লার দুটি হাসপতালকে জরিমানা ও সিলগালা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০২০

স্টাফ রিপোর্টার:

নানা অনিয়ম ও অনুমতি ছাড়া স্বাস্থ্য কার্যক্রম পরিচালনা করায় কুমিল্লার দুটি হাসপতালকে জরিমানা ও সিলগালা।

কুমিল্লা আতিকা মেডিকেল সেন্টার ও সেবা ডায়াগনস্টিক কমপ্লেক্স এন্ড কনসালটেশন সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে  ভ্রাম্যমান আদালত।

দীর্ঘদিন যাবৎ অনুমোদনহীন ভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে এই দুই প্রতিষ্ঠান। অদক্ষ ও শিক্ষাগত যোগ্যতা হীন লোক দিয়ে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা,ভূয়া ডাক্তারী রিপোর্ট প্রদান করা  এসকল অনিয়মের মধ্যেই চলছিলো তাদের কার্যক্রম। স্বাস্হ্য অধিদপ্তরেরও কোনো লাইসেন্সনেই তাদের।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আতিকা মেডিকেলকে লাইসেন্স করার জন্য ১ মাস সময় দেওয়া হয় এবং সেবা ডায়াগনস্টিক কে সাময়িক সিলগালা করা হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর, কুমিল্লা এস,এম,মুস্তাফিজুর রহমান।
সিভিল সার্জন অফিসের কোঅর্ডিনেটর ডাঃহাসান মাহমুদ ও পুলিশ বিভাগের সদস্য।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি