শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের পরীক্ষা একমাস পর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের পরীক্ষা শুরু হবে একমাস পর থেকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, অনার্সে অটোপাস দেয়ার সুযোগ নেই। এতে চাকরি জীবনে প্রভাব পড়তে পারে। সেজন্য একমাস পরেই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা শুরু হবে। একমাস প্রস্তুতি নেয়ার জন্য সুযোগ দেয়া হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাধ্যমিক পর্যায়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসিতে অটোপাস দেয়া হচ্ছে বিশেষ কারণে। তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপার রয়েছে। কিন্তু অনার্সের অনেকে অটোপাস দেয়ার দাবি করছেন।
সেটা করার সুযোগ নেই। কারণ এতে পরে কর্মজীবনে প্রভাব পড়তে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি