রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রাজনৈতিক গায়েবী মামলায় কুমিল্লার বরুড়ার ইউসুফের জীবন বিপন্ন


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৩

নিজস্ব প্রতিবেদকঃ

আগামী ৫ ই জানুয়ারী (২০১৪ সাল) অনুষ্ঠিত হতে যাওয়া দশম জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ গড়ার লক্ষ্যে আন্দোলন করা বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবী মামলার অভিযোগ উঠেছে সারাদেশ জুড়ে।

এমন গায়েবী মামলার শিকার হয়ে রাজধানী থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের বিএনপি নেতাদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে। এরই মধ্যে অনেক বিএনপি নেতা গায়েবী মামলার রোষানলে পড়ে গা ঢাকা দিয়েছে। কারো কারো আগাম জামিন নিতে হাইকোর্টে দৌড়ঝাঁপ করতে দেখা গেছে।

বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, এসব মামলা সরকারের হীনমন্যতা ছাড়া আর কিছুই নয়। গায়েবী এসব মামলায় সারাদেশে বিএনপির কর্মী সমর্থকদের যতোই হয়রানি করা হোক না কেন, দশম জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত করতে সরকারকে বাধ্য করা হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি এদেশের গণতন্ত্র রক্ষায় পিছপা হবে না।

অপরদিকে এসব মামলায় পড়ে অনেক নেতাকর্মীই দেশত্যাগে বাধ্য হয়েছেন। তাদের মধ্যে কুমিল্লার বরুড়া উপজেলার খাটলা কান্দির পাড় গ্রামের আলী আজগরের সন্তান মোঃ ইউসুফ গায়েবী মামলায় ফেঁসে গেছেন বলে অভিযোগ উঠেছে তার পরিবারের পক্ষ থেকে। তার পরিবারের দাবি, উপজেলা বিএনপি নেতাদের সাথে এসব গায়েবী মামলায় তার নাম জড়িয়ে দেওয়া হয়েছে। ফলে, সে গা ঢাকা দিতে বাধ্য হয়েছে। তার বাড়িতে প্রায়শই পুলিশের আনাগোনা চলে। নিয়মিত পুলিশি হয়রানির ভয়ে বাড়ি ফিরতে পারছে না। এসব গায়েবী মামলায় শিকার হওয়ায় ইউসুফের জীবন বিপন্ন বলে আশংকার দাবি জানিয়েছে তার পরিবার। সে রাষ্ট্র বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত নয় উল্লেখ করে তার পরিবার তাকে এসব হয়রানি মূলক গায়েবী মামলা থেকে অব্যাহতি দিতে সরকারের কাছে বিনীত অনুরোধ জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি