মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অদৃশ্য হওয়ার ফর্মূলা পেয়েছেন বিজ্ঞানীরা!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৪

প্রযুক্তির দুনিয়ায় সবই সম্ভব-এমনটাই মনে করেন বিজ্ঞানীরা। আর তাই অসম্ভবকে সম্ভব করার চেষ্টায় নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। এমকি বাদ নেই, অদৃশ্য হওয়ার পদ্ধতি আবিস্কারের চেষ্টাও। invisable-1416150576

 

আর বিজ্ঞানীদের মতে, অদৃশ্য হওয়ার ফর্মূলা আবিস্কারের পথে অনেকটাই এগিয়েছেন তারা। সম্প্রতি জাপানের এক বিজ্ঞানীদল কিছু ইঁদুর নিয়ে গবেষণা চালায়। প্রথম ধাপে ইঁদুরগুলো মারা গেলেও অদৃশ্য হওয়ার ফর্মূলা খুঁজে পেয়েছেন, বলে দাবি করছেন বিজ্ঞানীরা।

 

টোকিও বিশ্ববিদ্যালয় ও রিকেন কুয়ানটেটিভ বায়োলজি সেন্টারের বিজ্ঞানীরা জানান, তাঁরা একটি ইঁদুরকে প্রায় অদৃশ্য করতে পেরেছে বর্ণহীন করে। এর আগে ইঁদুরের একটি অঙ্গের ওপর প্রয়োগ করে দেখা হয়েছিল। কিন্তু এখন ইঁদুরের পুরো শরীরকে অদৃশ্য করা গেছে।

 

কিউবিক পদ্ধতিতে কয়েক সপ্তাহ ধরে গবেষণা চালানো হয়। যদিও এখনও পর্যন্ত কোনো জীবিত প্রাণীর ওপর গবেষণা সফল হয়নি।

 

সেল ম্যাগাজিনে প্রকাশিত এই গবেষণার লেখক কাজুকি তায়নাকা জানান, ‘আমরা আশ্চর্য হয়ে গিয়েছিলাম, দু-সপ্তাহ ধরে গবেষণার পর ছোটো ও বড়ো ইঁদুরগুলি প্রায় অদৃশ্য হয়ে গেছে। তবে আমাদের এখন দেখা দরকার টিস্যুর ভেতর কোষের নেটওয়ার্ক কীভাবে তৈরি হচ্ছে।’

 

তিনি আরো জানান, ‘ভবিষ্যতে আমরা চেষ্টা করবো, আরো অণুবীক্ষণভাবে গবেষণা করার। শুধুমাত্র প্রাপ্তবয়স্ক ইঁদুরের ওপর নয়, মানুষের ব্রেন নিয়ে গবেষণা করা হবে।’

 

তথ্যসূত্র: জি নিউজ বাংলা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি