বুধবার,২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আমেরিকায় বসতি গড়তে একটু ভেবে নিন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৪

article-2818463-22D217D300000578-365_636x3821 প্রায় ৮ মিলিয়ন বাংলাদেশি পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করে। তাদের অনেকে দেশে স্থায়ীভাবে বসতিও স্থাপন করেছে। আবার অনেকেই নতুন করে বেড়ানো কিংবা কাজের উদ্দেশ্যে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। কেউ বা ইতিমধ্যেই প্রস্তুতি নিয়ে ফেলেছেন। প্রতিদিনই আমরা প্রবাসিদের কম বেশি গল্প শুনে থাকি বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশিদের কাছে। শোনা যায় কারো বন্ধু, কারো ভাই কিংবা অন্য কোন আত্মীয় গ্রীণ কার্ড পেয়েছে অথবা ভ্রমণের জন্য অনুমতি পেয়েছে কিংবা কখনো কখনো এও শোনা যায় অস্থায়ীভাবে বসবাসের অনুমোদন পেয়েছে। প্রবাসিরা বেশিরভাগ ক্ষেত্রেই দেশে ফেরত আসার জন্য তাদের নাগরিকত্ব ধরে রাখে। দেশপ্রেমের জন্যই একসময় দেশে ফিরে এসে স্থায়ীভাবে বসবাসের চিন্তা করে। আবার কিছু ব্যতিক্রমও  লক্ষ্য করা যায় এ ক্ষেত্রে, অনেক কাজের ভিড়ে এবং দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্নতার দরুণ দেশের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে অনেকেই। তারা বিদেশে স্থায়ীভাবে বসবাসের চিন্তা না করলেও জীবনের কোন ফাঁকে যে সে দেশে তার শিকড় মজবুত হয় তা সে টেরই পায় না। তারা খুব সহজেই সব ছেড়ে দেশে আসতে পারে না চিন্তাও করে না তাই সন্তান সন্ততি নিয়ে বিদেশেই স্থায়ীভাবে বসবাস শুরু করে।

এই ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সংখ্যা খুব বেশি নয়। হিসেব করলে দেখা যাবে এ ক্ষেত্রে ভারত, নেপাল, পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিকদের সংখ্যা অনেক বেশি। সবচেয়ে মজার বিষয় হলো তাদের বেশির ভাগই যুক্তরাষ্ট্রের দিকে ধাবমান। এক সময় ছিল যখন অনেকেই ল-নে পাড়ি জমায় এবং সেখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করে কিন্তু বর্তমানে কোন দেশে যাওয়াই অনেক কঠিন। উল্লেখ্য যে, ১৯৫০-৯০ সাল পর্যন্ত ঐ দেশগুলোতে অভিবাসন প্রক্রিয়া বন্ধ ছিল। অভিবাস প্রক্রিয়ায় জটিলতা থাকলেও বর্তমানে ঐ দেশগুলোতে প্রবেশ করার ব্যবস্থা আছে। দেশগুলো অনেক বেশি উন্নত হওয়ায় এবং সব সুযোগ-সুবিধা ঐ দেশগুলোতে সহজলভ্য তাই আমাদের দেশের নাগরিকদের খুব বেশি আগ্রহ উন্নত দেশগুলোর দিকে। এই দেশগুলোর মধ্যে আমেরিকাই অগ্রগণ্য। বর্তমানে সময়ের পরিবর্তনের সাথে সাথে সবই পরিবর্তিত হয়ে যাচ্ছে শুধু স্তিমিত আছে মানুষের চিন্তা, ভাবনা এবং ধ্যান ধারণা। বসবাসের জন্য আমেরিকা এখন আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র নয়। আমোরিকানদের যখন প্রশ্ন করা হয় যে, তোমরা প্রথম স্থানে কেন ? তারা বলে, আমেরিকায় যে স্বাধীনতা তা পৃথিবীর আর কোন দেশে নেই তাই। এখানে খুব সহজেই যে কোন ব্যবসা শুরু করা যায়। আমাদের দেশের জনপ্রিয়তার বিশেষ কয়েকটি কারণ আছে তাই আমরা এখানো বিশ্বের শীর্ষে। আমাদের প্রতিরক্ষা অনেক বেশি শক্তিশালী। আমেরিকার বৃহৎ জনগোষ্ঠীর সাথে এর অর্থনীতির ভিতও অনেক বেশি মজবুত। দুর্নীতিতে আমাদের অবস্থান নাই বললেই চলে। যুক্তরাষ্ট্র ১৫১ টি শহরের সম্মিলনে গঠিত যার কোথাও স্বাধীনতা, গণতন্ত্র,  সৌন্দর্য-বৈচিত্রতা, উচ্চ জীবন মান সহ কোন কিছুরই অভাব নেই। এখানকার প্রতিটি শহর অত্যন্ত আর্শ্চজনক।

এত সুযোগ-সুবিধা সত্ত্বেও যুক্তরাষ্ট্র শান্তির জায়গা নয়, তবে কেন ? ৬টি বিশেষ কারণে যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বের অন্যতম একটি দেশ। প্রথমত পৃথিবীতে যত সশস্ত্র হত্যাকা- সংঘটিত হচ্ছে সেসব পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। অন্যান্য উন্নত দেশের তুলনায় গড়ে ২০ গুণ বেশি খুন হয়েছে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় কারণ, যুক্তরাষ্ট্রে ফৌজদারি বিচার ব্যবস্থা অন্য দেশের তুলনায় অনেকবেশি ত্রুটিপূর্ণ। গবেষণায় দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রতি ১ লাখ মানুষে ৭’শ ১৬ জন কারা বন্দী যা রাশিয়া (৪৮৪), চীন (১২১) এবং ইরানের (১৮৪) তুলনায় অনেক বেশি। তৃতীয়ত অন্য এক গবেষণায় দেখা গেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের জীবন ব্যবস্থা আলজেরিয়া, নিকারাগুয়া কিংবা বাংলাদেশের চেয়েও অনেক বেশি খারাপ। এক হিসেবে যুক্তরাষ্ট্র শুধুই একটি উন্নয়নশীল দেশ যারা তাদের স্বাস্থ্যসেবার নিশ্চয়তা দিতে পারে না নাগরিকদের। এ দেশের শিশু মৃত্যুর হার অনেক বেশি শুধু তাই যুব সমাজও অনেকটা বিপথে। অনৈতিক সম্পর্কের ফলে যুক্তরাষ্ট্রের যুব সমাজ রসাতলে যাচ্ছে দিনের পর দিন। কিশোরী গর্ভাবস্থার হার এ দেশে অনেক বেশি। চতুর্থত, যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা ‘বর্ণবাদী পক্ষপাত’ এর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ৪০ শতাংশ খরচ সরকার বহন করে তাই অন্যান্য দেশের তুলনায় এখানে শিক্ষা খরচ অনেক বেশি। পঞ্চমত, এ দেশে সামাজিক অসাম্য বিরাজমান যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। ষষ্ঠত, মার্কিনী অবকাঠামো আজ প্রায় ভেঙ্গে পড়ার উপক্রম যা সংস্কারের কোন বিকল্প নেই এবং উপায়ও নেই। যদিও সংস্কার করতে হয় তবে ৩.৬ ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে হবে। এইসব কারণে আজকাল মার্কিনীদের আন্তর্জাতিক অবকাঠামো নষ্ট হয়ে গেছে বলেই ধরে নিতে হবে। একজন জ্ঞানী মানুষ হিসেবে কারো যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সিদ্ধান্ত নেয়া উচিত হয়। অন্তত আরো কয়েক দশক তাদের অবস্থা দেখে শুনে তারপর সিদ্ধান্ত নেয়া দরকার। এত কিছু জানার পরও যদি কেউ অতীতের জৌলুসের স্বপ্ন চোখে মেখে চিন্তা করে কিংবা সিদ্ধান্ত নেয় তবে সেটা একান্তই তার ব্যক্তিগত। গবেষণায় যা দেখা গেছে শুধুমাত্র তাই এখানে তুলে ধরা হলো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি