শনিবার,২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ


জিএসপি না দিলে টিকফা অনর্থক : বাণিজ্যমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৪

পূর্বাশা ডেস্ক : images_175476
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে জিএসপি সুবিধা না দিলে টিকফা চুক্তি অনর্থক হয়ে দাঁড়াবে। সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁয় যুক্তরাষ্ট্রের পণ্য ও সেবা প্রদর্শনী ‘ইউএস ট্রেড শো’র উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।উদ্বোধনী অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি কাজী আকরামউদ্দীন উপস্থিত ছিলেন। মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনার মাধ্যমে দ্রুত বাংলাদেশকে জিএসপি প্রদান করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানান। বাণিজ্য মন্ত্রী বলেন, বাংলাদেশকে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি সুবিধা দিলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য রফতানি অনেক বৃদ্ধি পাবে। বাংলাদেশী পণ্যের একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র একটি বড় বাজার।

সকালে বাণিজ্যমন্ত্রী মার্কিন পণ্য ও সেবা প্রদর্শনী ‘ইউএস ট্রেড শো’র উদ্বোধন করেন।তিন দিনের এ প্রর্দশনীতে বোয়িং বিমান থেকে কোকাকোলাসহ বিখ্যাত মার্কিন ৪৩টি কোম্পানি এবং সেবা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
ঢাকায় ২৩তম বারের মতো আয়োজিত এ প্রদর্শনীতে ৭৮টি স্টল অংশ নিয়েছে। বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য খোলা থাকবে।তবে নির্ধারিত প্রতিষ্ঠানের পোশাক অথবা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখিয়ে ছাত্রছাত্রীরা প্রদর্শনীতে প্রবেশ করতে পারবেন।

– See more at: http://www.jugantor.com/current-news/2014/11/17/175476#sthash.xBkjlSBm.dpuf



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি