শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আমার কেউ নাই, আমি একা : শামীম ওসমান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি শামীম ওসমান বলেছেন, আমার কেউ নাই, আমি একা। কেউ আমার সঙ্গে ছবি তুলে ব্যানার বা ফেস্টুন করে এলাকাতে সন্ত্রাসী, মাস্তানি, মাদক ব্যবসা আর ভূমি দস্যুতা করবে সেটা হতে দেওয়া হবে না। ওই ক্ষেত্রে আমি একা। কেউ আমার না। এখন হতে মাদক ব্যবসা নির্মূল করতে মাঠে আছি। পুলিশ প্রশাসন সহায়তা না করলে আমাকে বলবেন, আমি নিজেই কাজ করবো।

নিজ নির্বাচনী এলাকা ফতুল্লার বিভিন্ন উন্নয়নমূলক ৬টি কাজের উদ্বোধনকালে সোমবার এলাকাবাসীর উদ্দেশ্যে এমন বক্তব্য রাখেন শামীম ওসমান।

বক্তব্যে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বেশ কঠোরতা শোনা যায় শামীম ওসমানের কণ্ঠে। তিনি প্রত্যেক এলাকার লোকজনদের উদ্দেশ্য করে বলেছেন, ‘উন্নয়ন করলেও লাভ হবে না, যদি মাদক নির্মূল না করা যায়। অনেক এলাকাতেই যুবকসহ বিভিন্ন শ্রেণীর মানুষ আমার সঙ্গে ছবি তুলে ব্যানার ফেস্টুন করছে। কেউ কিছু বলতে সাহস পায় না। কারণ ওইসব লোকজন শামীম ওসমানের লোক পরিচয় দেয়। কিন্তু এখন থেকে সেটা বাদ দিতে হবে। কেউ আমার না। আমি এখন থেকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করবো।’

শামীম ওসমান বলেন, ‘পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। যারা এলাকাতে বিচার করেন তাদেরকে আরও নিষ্ঠাবান হতে হবে। নইলে সমাজের উন্নয়ন ঘটবে না।

এসময় শামীম ওসমানের সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজম, সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন আহমেদ, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, নগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু প্রমুখ।1411652945-300x185



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি