শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মন্ত্রীর আর্শীবাদে ছিচকে চোর থেকে কোটি টাকার মালিক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৪

মারুফ আহমেদ : ছিচকে চুরির দায়ে গ্রাম্য আদালতে বেশ কয়েকবার শাস্তি হয়েছে। শাস্তির দায়ে গ্রামও ছাড়তে হয়েছে। কিন্তু কয়েক বছরে বনে গেছেন কোটি কোটি টাকার মালিক। গ্রামে ফিরে হয়েছেন ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান। চাঁদপুরের একটি গ্রামের সেলিম চেয়ারম্যানের উত্থান শুনে অনেকটা গল্পের মতই মনে হবে। মূলত দীপু মনি মন্ত্রী হবার পরেই খুলে যায় তার ভাগ্যেও চাঁকা।

এলাকার ১০ নং শাখুয়া ইউনিয়ণের পাড়া মহল্লায়, বাজারে যেখানেই চোখ পড়ে সেখানেই বড় বড় পোস্টার আর ব্যানার। ২০০৩ সালের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী হয়ে হেরে যান হাফিজ ব্যাপারীর কাছে। তখন থেকেই তিনি শুরু করেন নদী থেকে বালু উত্তোলন ব্যবসা। সাবেক দুই চেয়ারম্যান চুরির দায়ে তাকে মারধর করেছেন, তাই যে কোন মূল্যে চেয়ারম্যান হবার লক্ষ্য স্থীর করেন তিনি।

১০ নং শাখুয়া ইউপি সাবেক চেয়ারম্যান হাফিজ ব্যাপারী বলেন, এর আগেও সে অনেকবার চুরির দায়ে মার খেয়েছে। আরেকজন সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খান বলেন, যত বার সে নানা অপকর্মের দায়ে অভিযুক্ত হয়ে ধরা পড়েছে ততবারই সবার কাছে ক্ষমা চেয়েছে। কিন্তু পুনরাই সে আবার নানা অপকর্মে লিপ্ত হয়েছে।

কিন্তু বর্তমান চেয়ারম্যান সেলিম খান বলেন, কেউ আমার পক্ষে আবার বিপক্ষে কথা বলবেই। সবাই আমাকে ভালো বলবে না। সবার দোয়াই তিনি আগামীতে উপজেলা নির্বাচনেও প্রার্থী হতে চান। তবে এর পরবর্তীতে আর কোন নির্বাচন তিনি করবেন না বলেও জানান। এমন কি জনগণ চাইলেও তিনি করবেন না।

দীপু মনি মন্ত্রী হবার পর তার ভাগ্যের চাঁকা ঘুরে যায়। হঠাৎ আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে ওঠেন তিনি। মন্ত্রীর আর্শীবাদ থাকায় ২০১১ সালের ১০ জুনের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হন। এর পর দীপু মনি তার বাসায় দাওয়াত খেতে গেলে আবারো বিতর্কে চলে আসেন বর্তমান চেয়ারম্যান সেলিম খান।

এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক বছরে বেড়িবাধের পাশেই নদী থেকে ২০ ফুট গভীরতায় বালু তোলা, হায়েমচর পর্যন্ত ১শ কিলোমিটার পর্যন্ত মাটি তুলে সরকারের কাছে বিক্রি, মেডিকেল কলেজ করার কথা বলে প্রায় ৫শ শতক জমি নিজের নামে করে নেয়া, তদবির বাণিজ্যসহ নানা ভাবে শত কোটি টাকার মালিক বনে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে নানা গণমাধ্যমে। অর্থের বিনিময়ে তিনি ঐতিহ্যবাহি ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের ফুটবল ক্লাবের চেয়ারম্যানের পদটিও বাগিয়ে নিয়েছেন।

তবে তার একাউন্টে কোন টাকা পয়সা নেই বলে দাবি করেন তিনি। অথচ ব্যবহার করেন র‌্যাব-৪ গাড়ি। আর চলাচলও করেন গানম্যান নিয়ে। শুধু চাঁদ পুরেই নয়, রাজধানীতেও গড়ে তুলেছেন তার বিষয় সম্পত্তি। যমুনা টিভিvlcsnap-2014-11-17-12h11m13s52



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি