সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আর্জেন্টিনা, ব্রাজিল ও চিলি আলাদা গ্রুপে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০১৪

স্পোর্টস ডেস্কCopa_America_bg_233786729
২০১৫ সালের কোপা আমেরিকায় গ্রুপ ‘বি’তে পড়েছে বিশ্বকাপের রানার্সআপ দল আর্জেন্টিনা। এ আসরে গ্রুপ ‘সি’তে রয়েছে গত বিশ্বকাপের আয়োজক দেশ ব্রাজিল। পরের বছরের এ আসরে গ্রুপ ‘এ’তে রয়েছে আয়োজক দেশ চিলি।

টুর্নামেন্টের নির্বাহী কমিটি এ আসরকে সামনে রেখে ড্র অনুষ্ঠান সম্পন্ন করেন।

আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আয়োজক দেশ হিসেবে চিলি থাকবে ‘এ’ গ্রুপে। আর ‘বি’ গ্রুপে আর্জেন্টিনা এবং ‘সি’ গ্রুপে ব্রাজিলকে রাখা হয়েছিল। তাই নিশ্চিত ভাবেই দু্ই চিরপ্রতিদ্বন্দ্বীর গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি দেখা হচ্ছেনা।

ড্র অনুষ্ঠানে বর্তমান ফুটবল ৠাংকিং হিসেবে নির্বাহী কমিটি দল বাছাই করেন। এতে চিলির বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে কলম্বিয়া, ইকুয়েডর এবং ভেনিজুয়েলা।

আর্জেন্টিনার বিপক্ষে খেলবে উরুগুয়ে, পেরু আর বলিভিয়া। আর ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে মেক্সিকো, প্যারাগুয়ে এবং জ্যামাইকা।

১২ জাতির এ আসরে এবারই প্রথম অভিষেক ঘটতে চলেছে জ্যামাইকার।

কোপা আমেরিকার এ আসর শুরু হবে পরের বছর ১১ জুন। আর ফাইনালের মধ্য দিয়ে এ আসর শেষ হবে ৪ জুলাই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি