সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » আরেকটি হ্যাটট্রিক, চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি


আরেকটি হ্যাটট্রিক, চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৪

Messibg_banglanews24_824861124
স্পোর্টষ ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সাইপ্রাসের দল অ্যাপোয়েলের ঘরের মাঠ নিকোশিয়াতে অতিথি হিসেবে খেলতে নেমেছিল স্প্যানিস জায়ান্ট বার্সেলোনা। বার্সা দলপতি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির হ্যাটট্রিকে ৪-০ গোলে অ্যাপোয়েলকে হারিয়েছে বার্সেলোনা।চার ম্যাচের তিনটিতে জিতে আগেই নক আউট পর্ব নিশ্চিত করেছে লুইস এনরিকের বার্সেলোনা। কিন্তু এ ম্যাচে আগ্রহের কেন্দ্রে ছিলেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি। লা লিগার সর্বোচ্চ গোলদাতার আসনে বসা মেসির সামনে সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার রাউল গঞ্জালেসকে পেছনে ফেলে একক ভাবে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হবার। হ্যাটট্রিক করে সে সুযোগ পূরণ করেছেন তিনি।ম্যাচের শুরুতে এনরিক তার শিষ্যদের ৪-৩-৩ ফরমেটে মাঠে নামান। শুরুর একাদশে বার্সার হয়ে মাঠে নামেন টার স্টেগেন, দানি আলভেজ, পিকে, বারত্রা, আলবা, রেকিটিক, মাসচেরানো, রাফিনহা, মেসি, সুয়ারেজ আর পেদ্রো। এনরিক শুরুর একাদশে মাঠে নামাননি ব্রাজিল তারকা নেইমারকে। ম্যাচের প্রথম ২৫ মিনিট ছোট ছোট পাসে খেলে গোলের দেখা মিলছিল না কাতালানদের। ২৭তম মিনিটে বার্সাকে গোল করে এগিয়ে দেন এ মৌসুমে লিভারপুল থেকে পাড়ি জমানো উরুগুয়ের তারকা স্ট্রাইকরা লুইস সুয়ারেজ। আর এ গোলের মধ্য দিয়ে কাতালানদের হয়ে অভিষেক গোল করেন সুয়ারেজ। এতদিন সতীর্থদের দিয়ে গোল করানো সুয়ারেজ জরদি আলবার থেকে বল পেয়ে দারুণ এক শটে গোলবারের ডানপাশ দিয়ে গোলটি করেন।

খেলার ৩৩ মিনিটের মাথায় ইচ্ছাকৃতভাবে পড়ে যাওয়া ও হাতে বল লাগানোর কারণে ব্রাজিল তারকা দানি আলভেজকে হলুদ কার্ড দেখান ম্যাচের দায়িত্বে থাকা রেফারি। ফলে, চ্যাম্পিয়ন্স লিগের পরের ম্যাচে খেলতে পারবেন না আলভেজ। এর দুই মিনিট পরে ফাউল করার দায়ে বার্সার আরেক তারকা রাফিনহাকে হলুদ কার্ড দেখান রেফারি।

চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে বসতে মেসি গোল করেন ম্যাচের ৩৮তম মিনিটে। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রাউল গঞ্জালেসকে টপকে মেসি তার ১৭২তম গোলটি করেন রাফিনহার অ্যাসিস্টে। ওয়ান টু ওয়ান পাস খেলে মেসি বল বাড়িয়ে দেন রাফিনহাকে। রাফিনহা ২০ গজ দূর থেকে বল পাস দেন পেদ্রোকে। কিন্তু পেদ্রো বলের লাইন মিস করলেও মেসির পায়ের আলতো টোকায় অ্যাপোয়েলের জালে বল জড়ান মেসি।

ম্যাচের ৪৩ মিনিটের মাথায় আবারো গোলের সুযোগ এসেছিল বার্সার এগিয়ে যাওয়ার। কিন্তু সুয়ারেজের জোড়ালো শটটি গোলবারের পাশ দিয়ে চলে গেলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অতিথি হিসেবে খেলতে যাওয়া বার্সেলোনা।

প্রথমার্ধে স্বাগতিক অ্যাপোয়েলকে গোলবারে শট নেওয়ার কোনো সুযোগই দেয়নি বার্সার ডিফেন্ডাররা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৮ মিনিটের মাথায় আবারো গোল করেন বার্সা দলপতি মেসি। ব্রাজিল তারকা আলভেজের বাড়িয়ে দেওয়া বলে অ্যাপোয়েলের ডি বক্সে একজন ডিফেন্ডার আর গোলরক্ষককে বোকা বানিয়ে গোলটি করতে সময় নেননি আর্জেন্টাইন তারকা মেসি। ডান পায়ের আলতো টোকায় গোলবারের বাঁপাশ ঘেষে বল জড়িয়ে দেন লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলস্কোরার মেসি।

৬৫ মিনিটে আবারো সুয়ারেজ গোলবারের পাশ দিয়ে বল পাঠিয়ে দিলে নিজের জোড়া গোল থেকে বঞ্চিত হন উরুগুয়ের তারকা। ৩৫ মিনিটে হলুদ কার্ড দেখা রাফিনহা ম্যাচের ৭০ মিনিটে অ্যাপোয়েলের এক খেলোয়াড়কে পিছন থেকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে, দশ জনের দলে পরিণত হয় বার্সা।

৫৪ ও ৮৪ মিনিটে দুটি হলুদ কার্ড দেখায় মাঠ থেকে বাইরে চলে যান অ্যাপোয়েলের জোয়াও গুইলহেরমে। ফলে, দুই দলই দশ জন নিয়ে ম্যাচের বাকি সময়টা খেলতে থাকে।

ম্যাচের ৮৭ মিনিটে মেসি তার হ্যাটট্রিক পূর্ণ করেন। আর্জেন্টাইন আরেক তারকা মাসচেরানো অ্যাপোয়েলের ডি বক্সে কোনাকুনি ভাবে বল বাড়িয়ে দেন পেদ্রোকে। পেদ্রোকে ফাঁকায় দাঁড়িয়ে থাকা মেসিকে বল বাড়িয়ে দিলে আলতো টোকায় অ্যাপোয়েলের জালে তৃতীয়বারের মতো বল জড়ান বার্সা দলপতি মেসি।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে মেসিময় রাতে ৪-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিবাহিনী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি