সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


হিউজের মৃত্যুতে শোকাহত ক্রিকেট বিশ্ব


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১১.২০১৪

স্পোর্টস ডেস্ক
huges_bg_503428196
যেভাবে আঘাত পেলেন হিউজেস
Decrease font Enlarge font
 মাত্র ২৫ বছর বয়সেই না ফেরা দেশে চলে গেলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিলিপ হিউজ। তার এই মৃত্যুতে শোকাহত পুরো ক্রিকেট বিশ্ব।

গত ২৫ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সাউথ অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসের মধ্যকার শেফিল্ড শিল্ড ম্যাচে ব্যাট করার সময় শেন অ্যাবোটের বাউন্সি বলে মাথায় আঘাত পান ২৬ টেস্ট খেলা এই ক্রিকেটার। পরে দুই দিন কোমায় থাকার পর কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

হিউজের এই মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। তরুণ এই ক্রিকেটারের মৃত্যুতে শারজায় অনুষ্ঠিত পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা বন্ধ রাখা হয়েছে। দুই দেশের বোর্ড কর্মকর্তারা আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেন।

হিউজের মৃত্যুতে শোকাহত পাকিস্তান ক্রিকেট।

এ ব্যাপারে পাকিস্থান ক্রিকেটের ম্যানেজার মঈন খান বলেন, ‘ হিউজেসের মৃত্যুতে আমরা পুরো দল শোকাহত। সে কিছুদিন আগে এখানেই সীমিত ওভারের ম্যাচে দারূণ উপভোগ করেছে। আর সে সব সময় ক্রিকেট নিয়েই থাকত।’

   বাবার সঙ্গে হিউজ

এদিকে সামাজিক বিভিন্ন গণমাধ্যম গুলোতে হিউজের জন্য শোক প্রকাশ করেছে বিভিন্ন ক্রিকেটাররা।

নিচে পাঠকদের জন্য কয়েকটি মন্তব্য তুলে ধরা হলো:

জেসন গিলেস্পি: হিউজ আমাদের ক্রিকেট পরিবারের একজন। তার এই মৃত্যুতে আমরা সবাই শোকাহত।

হিউজের মৃত্যুর খবর শুনে হাসপাতালে যাচ্ছেন সতীর্থরা

স্টেভ স্মিথ: সে অসাধারণ একজন ক্রিকেটার। আমি তাকে কখনো ভুলতে পারবো না।

রাভি বোপারা: এটা ক্রিকেট বিশ্বের জন্য অনেক বড় শোকের খবর। আমরা একজন তরূণ ক্রিকেটারকে অনেক দ্রুত হারালাম।

ডেল স্টেইন: হিউজের মৃত্যুতে ক্রিকেট বিশ্বের অনেক বড় ক্ষতি হলো। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

                                                    হিউজের মৃত্যুর খবর শুনে হাসপাতালে যাচ্ছেন সতীর্থরা

ডেমিয়েন ফ্লেমিং: তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত। সে ছিল বুদ্ধিমান, তরুণ ও অসাধারণ একজন ক্রিকেটার।

কেভিন পিটারসন: হিউজের মৃত্যু কোন ভাবেই চিন্তা করা যায় না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি