শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের ঘোষণার অপেক্ষায় নেতাকর্মীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৪

Khaleda Zia I

ইমতিয়াজ আহমেদ জিতু,

আজ ২৯ নভেম্বর দুপুর ২ টায় কুমিল্লা নগরীর টাউনহল মাঠে ২০ দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জনসভা। আর এ জনসভাকে ঘিরে জেলার নেতাকর্মীদের উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। নেত্রীর কাছ থেকে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের ঘোষণার অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা । খালেদার জনসভাকে ঘিরে গত ২০ দিন ধরে কুমিল্লা জেলা বিশেষ করে কুমিল্লা নগরীতে সাজ সাজ রব বিরাজ করছে। তোরণ, পোষ্টার,ব্যানারে ছেয়ে গেছে কুমিল্লা নগরী ।
সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের ঘোষণার অপেক্ষায় নেতাকর্মীরাঃ
খালেদা জিয়া কুমিল্লা টাউনহলের জনসভায় সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিবেন এমনটিই আশা করছেন কুমিল্লার নেতাকর্মীরা।
এ বিষয়ে কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিন জানান, কুমিল্লা ২০ দলীয় জোটের নেতাকর্মীদের পাশাপাশি কুমিল্লার সাধারণ মানুষও আশাবাদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া কুমিল্লার জনসভা থেকে সরকার পতন আন্দোলনের ঘোষণা দিবেন। আর আমরা আন্দোলনের ঘোষণার অপেক্ষায় আছি। নেত্রীর ঘোষণা পেলে আমরা তা বাস্তবায়ন করব।
কুমিল্লা শহর বিএনপির সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা আব্দুর রউফ চৌধুরী ফারুক জানান, আমরা আশাবাদি কুমিল্লার টাউনহলের জনসভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিবেন। দেশনেত্রীর যে কোন ঘোষণায় সফল বাস্তবায়নে হাজী ইয়াছিন ও মেয়র সাক্কুর নেতৃত্বে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি প্রস্তুত রয়েছে।
কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রদলের সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন বলেন, সাবেক তিন বারের প্রধাণমন্ত্রী ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার কুমিল্লার এই জনসভার দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশ। সেই সাথে আমরাও অধীর আগ্রহে অপেক্ষায় আছি দেশনেত্রী দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবীতে এই স্বৈরাচারি সরকারের পতনের আন্দোলনের ঘোষণা টাউনহলের জনসভায় দিবেন। নেত্রী আন্দোলনের ঘোষণা দেওয়ার পর আমরা রাজপথ থেকেই সেটি বাস্তবায়ন করব। অবরুদ্ধ করে দিবো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনা ছাড়া ঘরে ফিরে যাবো না।
কুমিল্লা (দক্ষিণ) জেলা ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সকল দলের অংশগ্রহণে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে দলীয় নেত্রী কুমিল্লার এই জনসভা থেকেই চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিবেন বলে আশা করছি। দলীয় নেত্রী আন্দোলনের ঘোষণা দিলে কুমিল্লা (দক্ষিণ) জেলা ছাত্রদল কুমিল্লা থেকেই আন্দোলন বাস্তবায়নের দায়িত্ব নিবে। জেলা ছাত্রদল সরকার পতন না হওয়া পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা অবরোধ কওে রাখবে। আমরা নেত্রীর কাছ থেকে আন্দোলনের ঘোষণার অপেক্ষায় রয়েছি।
কুমিল্লা মহানগর শিবিরের সভাপতি মোহাম্মদ শাহলম বলেন, আমরা আশা করি জোট নেত্রী এ অবৈধ সরকার পতনের আন্দোলনের ঘোষণা দিবেন এই জনসভা থেকে। আমরা শিবির নেতাকর্মীরা সব সময় রাজপথে থাকি। ভবিষ্যতেও থাকব। সরকার পতনের আন্দোলন আমরা মাঠে থেকেই সফল করব।
ঝুলন্ত বারান্দায় খালেদা জিয়ার জন্য ছোট্ট মঞ্চঃ
স্থানীয় ২০ দলীয় জোট আয়োজিত জনসভাস্থল কুমিল্লা টাউন হল মাঠে খালেদা জিয়ার জন্য থাকছে না কোনো মঞ্চের ব্যবস্থা। তবে কি তিনি মাঠে দাঁড়িয়েই ভাষণ দেবেন? না , তিনি দাড়িয়ে ভাষণ দিবেন না। মাঠের দক্ষিণ পাশে টাউন হল মিলনায়তনের দোতলার ঝুলন্ত বারান্দায় নির্মাণ করা হয়েছে খালেদা জিয়ার জন্য ছোট্ট মঞ্চ। কিন্তু দেশের বিভিন্ন স্থানে খালেদা জিয়ার জন্য সব সময়ই বিশাল মঞ্চ তৈরি করা হয়ে থাকে। কুমিল্লা জনসভায় কেন এ বেহালদশা ? এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু বলেন, কুমিল্লা টাউল হল মাঠ এমনিতে খুব ছোট। খালেদা জিয়ার জনসভার জন্য তা মোটেই মানানসই না। তার ওপর যদি মাঠের বিশাল অংশ জুড়ে মঞ্চ নির্মাণ করা হয় তাহলে জায়গা আরো সঙ্কুচিত হয়ে যাবে। তাই টাউন হল মিলনায়তনের করিডোরে (ঝুলন্ত বারন্দা) ম্যাডামের জন্য মঞ্চ তৈরি করা হচ্ছে। এদিকে ভূমি থেকে সাড়ে ১৫ ফুট উচ্চতায় এ মঞ্চ নির্মাণের ফলে খালেদা জিয়া সভার মাথার ওপরেই থাকবেন।

একজন পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক উচ্চতার চেয়ে তিনগুণ বেশি উচুতে মঞ্চ তৈরি করায় মঞ্চের খুব কাছে অবস্থানরত দর্শক খালেদা জিয়াকে দেখতেই পারবেন না। অনলাইন, প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ক্যামেরাম্যানরাও কাছ থেকে নিতে পারবেন না খালেদা জিয়ার ছবি। তবে আয়োজকরা বলছেন, ক্যামেরাম্যানদের জন্য ১৫ ফুট উঁচু মাচা তৈরি করা হচ্ছে। সেখানে দাঁড়িয়েই তারা ছবি সংগ্রহ ও সংবাদচিত্র প্রচার করতে পারবেন। তবে বিষয়টিকে মোটেই সুখকর হিসেবে দেখছেন না ফটোসাংবাদিকরা। তারা বলছেন, মঞ্চ এবং সমতলে দাঁড়িয়ে ছবি সংগ্রহের চেয়ে উঁচু মাচায় দাঁড়িয়ে ছবি সংগ্রহ খুবই কষ্টসাধ্য ঝুঁকিপূর্ণ হবে। এ ব্যাপারে জানতে চাইলে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহানুর রহমান ইয়াছিন বলেন, গত বিশ বছর ধরে কুমিল্লার সব জনসভাই টাউন হল মাঠে হয়েছে। আর ওই ঝুলন্ত বারান্দায় দাঁড়িয়েই ভাষণ দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং জাতীয় র্পাটির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শতাধিক প্রস্তুতিসভা, নির্মাণ হচ্ছে প্রায় ৭’শ তোরণ, ২২৬ টি মাইকে প্রচারণা ও ৬টি এল.ই.ডি টিভি স্থাপনঃ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জনসভাকে ঘিরে কুমিল্লা জেলা দক্ষিণ ও উত্তর বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। কুমিল্লা (দক্ষিণ) জেলা ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার জনসভাকে সফল করার জন্য গত ১১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত কুমিল্লঅ দক্ষিণ ও উত্তর জেলায় প্রায় শতাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দাউদকান্দি থেকে কুমিল্লা শহর পর্যন্ত ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে প্রায় ৭ শত তোরণের নির্মাণ কাজ চলছে। এর মধ্যে বুড়িচংয়ের নিমসার থেকে কুমিল্লা শহরজুড়ে ৪৭০ টি তোরণ নির্মাণ করা হচ্ছে। জনসভার প্রচারের জন্য টানা চারদিন ধরে মহানগর জুড়ে ২২৬টি মাইক দিয়ে প্রচারণা চালানো হয়েছে। এছাড়া জনসভার দিন নগরী জুড়ে ৬ টি এল.ই.ডি টিভি স্থাপন করা হবে , যাতে কুমিল্লা বাসি বিভিন্ন এলাকা থেকে নেত্রীর ভাষণ শুনতে পারেন। এর মধ্যে নগরীর ঈদগাহ মোড়ে ১টি, পুলিশ লাইন মোড়ে ১টি,রাণীর দিঘীরপাড়ে ১টি, হোটেল সালাউদ্দিন মোড়ে ১টি, রাণীরবাজার মোড়ে একটি করে এল.ই.ডি টিভি স্থাপন করা হবে। কুমিল্লঅ টাউনহলের খালেদা জিয়ার জনসভার স্থান ঘিরে চারপাশে পোষ্টার-ব্যানার লাগানো হয়েছে। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে কুমিল্লঅয় ।
জনসভাস্থলের তিনভাগ স্থান বিএনপির, একভাগ জামায়াত-শিবিরেরঃ
কুমিল্লা টাউনহল মাঠে বেগম খালেদা জিয়ার জনসভায় জনতার আসন ভাগ করে নিয়েছে বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীরা। গত কয়েক দিন ধরে বিএনপি-জামায়াত-শিবির কে মাঠ দখল রাখবে এ নিয়ে কানাঘুষা চলছিল । জোটের দুটি দলই মাঠ নিজেদের দখলে রাখার জন্য অনেক প্রস্তুতি নিয়েছিল। অবশেষে জনসমাবেশস্থল সুশৃঙ্খল রাখার তাগিদে বিএনপি ও জামায়াত-শিবির নিজেদের মধ্যে মাঠ ভাগাভাগি করে নিয়েছেন । কুমিল্লা (দক্ষিণ) জেলা ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, টাউনহল মাঠে পূর্বভাগের শহীদ মিনারের কাছের অংশটুকু জামায়াত-শিবিরের নেতাকর্মীদের জন্য বরাদ্দ। পূর্বভাগের বাকি অংশ এবং পশ্চিমভাগ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের জন্য। মহানগর ছাত্রশিবিরের সভাপতি মোঃ শাহলম জানান, সমঝোতার ভিত্তিতে বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দ দেয়ার ফলে কোন ধাক্কাধাক্কি হবে না, শৃঙ্খলা বজায় থাকবে। আমরা সকাল ৭ টায় জনসভার বরাদ্দকৃত জায়গায় অবস্থান নিবো। আমাদের বাকি নেতাকর্মীরা পূবালীচত্ত্বর, কান্দিরপাড়, টমছমব্রিজ এলাকায় অবস্থান করবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহানগর শিবির নেতা জানান, আমাদের যে পরিমাণ নেতাকর্মী আছে, তার ৫ ভাগেরও জায়গা হবে না এ বরাদ্দ জায়গায়। তবে জনসভা স্থলে দেখা যাবে। আমরা ফজরের নামায মাঠেই পড়ব। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, আমরা সকাল থেকেই মাঠ নিয়ন্ত্রনে নিয়ে নিবো,যাতে করে কেউ বরাদ্দের জায়গার বেশি নিতে না পারে। তবে একাধিক স্থানীয় সূত্র জানায়, মাঠের জায়গা বরাদ্দ দেয়া হলেও জনসভার দিন বিএনপি-জামায়াত নেতাকর্মীরা মাঠ নিজেদের দখলে রাখার প্রস্তুতি নিয়ে রেখেছে।
টাউনহলে ধারণক্ষমতা প্রায় ৮ হাজার, টার্গেট ৫ লক্ষ জনতা
বেগম খালেদা জিয়ার জনসভায় ৫ লক্ষ লোক জমায়েত করার পরিকল্পনায় কাজ করছে ২০ দলীয় জোট। কিন্তু জনসভাস্থল কুমিল্লা টাউনহলের ধারণক্ষমতা বড়জোর ৮ হাজার জনতার। টাউনহলের আশে-পাশে বিশেষ করে পূবালী চত্ত্বর, বাহার মার্কেট, কান্দিরপাড়ের নিউমার্কেটসহ হিসেব করলে বড়জোড় ২০ হাজার লোকের বেশি জায়গা হবে না। এদিকে ২০ দলীয় জোট বিশেষ করে জেলা বিএনপির নেতাকর্মীরা বলে বেড়াচ্ছেন ৫/৬ লক্ষ লোকের সমাগম হবে। স্থানীয় একাধিক সূত্র জানায়, জনসভাস্থল ও তার আশে-পাশের জায়গাসহ বড় জোড় ২০ হাজার লোক উপস্থিত থাকতে পারেন। বাকি লোকদের জনসভাস্থল ও তার আশে-পাশে জায়গা হবে না। এদিকে কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিন বৃহস্পতিবার দুপুরে জনসভার পূর্ব প্রস্তুতি নিয়ে সাংবাদিক সম্মেলনে বলেন, আমাদের আফসোস টাউনহলের ধারণক্ষমতা কম। আমরা আমাদের নেত্রীকে বড়জোড় ১৫ ভাগ জনতা দেখাতে পারবো। বাকি ৮৫ ভাগ জনতা নেত্রী দেখতে পারবেন না। কুসিক মেয়র মেয়র মনিরুল হক সাক্কু জানান, নেত্রীর ভাষণ যাতে জনতা শুনতে পারে সেজন্য কয়েকটি সড়কে এল.ই.ডি টিভি স্থাপন করা হবে।
আন্দোলনে দেখা মিলেনি যেসব নেতাদের তারাই বিলবোর্ড ফেস্টুন তোড়ণে প্রচারণায় ব্যস্ত ঃ
গত দুইটি জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্টতা পেয়ে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ। এই দুই মেয়াদের আওয়ামী লীগ সরকারকে মেনে নিতে পারেনি বিএনপি ও এ দলটির শরিক দলগুলো। সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে বিএনপি শরিকদলের সংখ্যা বাড়িয়ে ২০ এ উন্নীত করলেও মাঠের অবস্থা ছিল বরাবরই নাজুক। এদিকে, বিএনপি ও জামায়াতের কতেক নেতা ছাড়া অপর ১৮ দলের ১৮ জন নেতা বা কর্মীকেও গত ৬ বছরে মাঠে থাকতে বা নামতে দেখা যায়নি। অথচ শনিবারের জনসভাকে কেন্দ্র করে কিছু দিনের মধ্যেই কুমিল্লা নগরীর অলিগলি সয়লাব হয়ে গেছে রঙ-বেরঙের বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও তোড়ণে। সস্তা প্রচারণার অংশ হিসেবে অনেকে আবার স্থানীয় পত্রিকাগুলোতে নিজের ছবি সম্বলিত বিজ্ঞাপনে নেতা-নেত্রীদের অভিনন্দনেই সীমাবদ্ধ রয়েছেন। দলের নাজুক মূহুর্তে দলীয় কর্মকান্ডে অনেকে নির্জিব থাকলেও এখন শুধু মেতে উঠেছেন নিজেদের প্রচারণায়। লক্ষ্য শুধু নিজেকে জাহির করা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি